স্পোর্টস ডেস্ক : কয়েক মৌসুম ধরে বার্সেলোনার অর্থনৈতিক অবস্থা বেশ নাজুক। দেনার দায়ে ক্লাবের পরিচালন ব্যয় সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছিল ক্লাব কর্তৃপক্ষ। কাতালান ক্লাবটির এ আর্থিক দুর্দশার অবস্থার বোঝাতে চাইলেই লিওনেল মেসির দলবদলকে উদাহরণ হিসেবে সামনে নিয়ে আসা যায়। পর্যাপ্ত অর্থের অভাবে ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড়কে ধরে রাখতে পারেনি বার্সা।
মেসি চলে যাওয়ার পর বার্সা যে আর্থিক ঝড় সামলে উঠেছে, এমন নয়। বরং সাম্প্রতিক দলবদলের বাজারগুলোতে অর্থ সঙ্কটে পছন্দের খেলোয়াড় দলে টানতে পারছে না কাতালান ক্লাবটি। এদিকে চলতি মৌসুম শেষ হতে খুব বেশি সময় বাকি নেই। দরজায় উঁকি দিচ্ছে আরেকটা দলবদল। আসন্ন গ্রীষ্মকালীন দলবদলে বার্সাকে যাতে এমন সমস্যার মুখে না পড়তে হয়, এজন্য সম্ভাব্য সমাধান নিয়ে হাজির হয়েছেন জোতা ইয়োর্দি।
নামটা অপরিচিত মনে হচ্ছে। বার্সার সমর্থক হিসেবে পরিচিত ইয়োর্দি স্প্যানিশ সাংবাদিক। টিভি অনুষ্ঠান ‘এল চিরিঙ্গিতো দে হুগোনেস’-এ নিয়মিত দেখা যায় তাঁকে। এ অনুষ্ঠানের এক পর্বে ইয়োর্দি জানিয়েছেন, সমর্থকদের থেকে অনুদান নিয়ে সমস্যা কাটিয়ে উঠতে পারে বার্সা।
জর্দির ভাষায়, ‘বার্সা বোর্ডের জন্য আমার একটা প্রস্তাব আছে। এটি নিয়ে আমরা কিছুক্ষণ ধরে আলোচনা করছি। কাজটা খুব সহজ। সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রত্যেক বার্সা সমর্থক পাঁচ ইউরো করে দেবে। তাহলে আমরা যাকে চাই, তাঁকেই সাইন করাতে পারব। আরবের শেখদের যথেষ্ট তেল থাকতে পারে… কিন্তু আমরা জনগণের ক্লাব।’
নিজের প্রস্তাবনা সম্পর্কে বলতে গিয়ে ইয়োর্দি বলেছেন, ‘এটা আমাদের (বার্সা) আরও বেশি স্পেশাল করে তুলবে। আমরা ক্লাবের চেয়ে আরও বেশি কিছু হয়ে উঠব। আমরা বিশ্বজুড়ে অনুদান নিতে পারি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।