বরগুনার বেতাগী উপজেলায় বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে সরকারি দুটি গুরুত্বপূর্ণ অফিসে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা পরিবার পরিকল্পনা অফিস ও জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের তালা ভেঙে নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। একই রাতে পৃথকভাবে এই দুই অফিসে চুরি হওয়ার ঘটনায় পৌর শহরে ভয় ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেতাগী পৌর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারি পরিবার পরিকল্পনা অফিস ও উপজেলা পরিষদ ভবনের পশ্চিম পাশে থাকা অফিসে তালা ভেঙে আলমারি থেকে দেড় লাখ টাকার মতো নগদ টাকা চুরি করা হয়।
এ সময় গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় ফেলে যায়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে কর্মকর্তা-কর্মচারীরা চুরির বিষয়টি পুলিশকে জানান।
এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাতের পাহারা জোরদার না থাকায় চোরেরা সহজেই অফিসে প্রবেশ করতে পেরেছে। এতে গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিয়েও আমরা উদ্বিগ্ন।
চুরির ঘটনায় শহরের সাধারণ মানুষও আতঙ্কিত। অনেক ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা রাতের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি করেছেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, চুরির ঘটনা তদন্তে আমাদের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং সন্দেহভাজন শনাক্তে কাজ চলছে।
দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। বেতাগী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



