জুমবাংলা ডেস্ক : বাড়ির আঙিনায় আঙুর চাষে অভাবনীয় সাফল্য পেয়েছেন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা সদরের পোস্ট অফিস মোড় এলাকার তরুণ উদ্যোক্তা ও আইনজীবী সামিউন নবী সামিম। বাংলাদেশের আবহাওয়া ও মাটি যে আঙুর চাষে উপযোগী তারই প্রমাণ দিলেন তিনি। এদিকে তিনিই প্রথম উপজেলায় মাচা পদ্ধতিতে আঙুর ফলের চাষ শুরু করেন বলে জানিয়েছেন।
জানা যায়, উপজেলা সদরের বাসিন্দা সামিউন নবী সামিম ২০১৯ সালে রাজশাহী থেকে ২টি লাল ও ২টি কালো আঙ্গুরের চারা (কাটিং) নিয়ে আসেন। সেই চারা রোপণ করেন নিজ ব্যবসা প্রতিষ্ঠানের আঙিনায়। গত বছরের শেষের দিকে গাছে প্রথম ফল আসে। এ বছর অনেকটা পরিপূর্ণ ফল দেখে তিনি সফলতার স্বপ্ন দেখতে শুরু করেছেন।
আঙুর মিষ্টি হওয়ায় পরিপূর্ণভাবে গাছের পরিচর্যা শুরু করেন। ফলে দুই বছরের মাথায় প্রথমবারের তুলনায় ৫-৬ গুণ বেশি আঙ্গুর ধরে দ্বিতীয় বর্ষে। আঙ্গুর ফল যখন পাকা শুরু করে, তখনই এলাকায় হইচই পড়ে যায়। কারণ মিষ্টি আঙুর ফলের চাষ ইতোপূর্বে জেলার কোথাও হয়নি।
তার এমন সাফল্যে এলাকাবাসী জানান, ‘সামিমের আঙুর বাগানের মাধ্যমে আমরা ফরমালিনমুক্ত সুস্বাদু আঙুর খেতে পারব। উদ্যোগ নিলেই এটা ব্যাপক আকারে উৎপাদন করা সম্ভব। অপর একজন জানান, সামিমের আঙুর চাষে আমি উদ্বুদ্ধ হয়েছি। তার কাছ থেকে চারা নিয়ে আমিও চাষ শুরু করব ভাবছি।’
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় বলেন, অল্প জায়গাতে অধিক ফলন এবং সুমিষ্ট হওয়ায় বাণিজ্যিকভাবে আঙুর চাষ সম্প্রসারণ করা গেলে কৃষকরা লাভবান হবে। এসময় তিনি সামিমের আঙুর বাগান পরিদর্শন করেন বলেও জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।