বাড়ির ছাদে হট ড্যান্স দিয়ে ঝড় তুললেন মৌ সুন্দরী

মৌ সুন্দরী

বিনোদন ডেস্ক : চলে এসেছে বিয়ের মৌসুম। আর বিয়ের মৌসুম মানেই নাচ, গান ও হইহট্টগোল। এই বিয়ের মৌসুমে  ফোক বিয়ের গানে নেচে তাক লাগিয়েছেন মৌ নামের এক যুবতী। লীলাবালি গানের তালে বাড়ির ছাদেই মেতে উঠলেন তিনি।

মৌ সুন্দরী

আজকালকার দিনে বহু মানুষ তাদের প্রতিভা তুলে ধরে সবার সামনে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে অনেকেই অত‍্যন্ত অল্প সময়ের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করছেন। তারা হয়ে উঠছেন নেটদুনিয়ার পরিচিত মুখ। এমনই এক শিল্পী মৌ যিনি প্রতিনিয়ত নৃত‍্যপ্রতিভার পরিচয় দিয়ে হাজার হাজার মানুষের মন জয় করে নিচ্ছেন।

প্রতিবারের মতো এইবারেও নিজের পেজ “ডান্স স্টার মৌ” থেকে নিজের একটি নাচের ভিডিও পোস্ট করেছেন তিনি যেখানে বাড়ির ছাদের মধ্যেই অতি জনপ্রিয় “লীলাবালি লীলাবালি” গানের তালে অসাধারণ ভঙ্গিতে নাচ করতে দেখা গেছে তাকে।

YouTube video player

ভাইরাল হওয়া ভিডিওটি দেখলে মনে হবে এদিন যেন রঙের মেলা বসেছে। কখনো লাল কখনো সবুজ কখনো নীল শাড়ীতে সেজে উঠে গানের তালে অসাধারণ এক্সপ্রেশনের সাথে মন খুলে নাচ করেছেন তিনি। শাড়ীর সাথে মানানসই সাজ গয়নায় তাকে নতুন কনের থেকে কম কিছু লাগছিল না।

দিন কাটতো রাস্তায়, এখন শরীরে কোটি টাকার অলঙ্কার

ভিডিওটি সামনে আসা মাত্রই এবারও তার নাচের ভিডিও গ্রহণযোগ্যতা পেয়েছে নেটিজেনদের কাছে। ইতিমধ্যে প্রায় ১.৬ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। খুব সুন্দর, অসাধারণ এ ধরনের প্রশংসাসূচক বাক্যেই ভরে উঠেছে তার কমেন্ট বক্স। বিয়ের মরসুমে এমন সুন্দর বিয়ের গানের সাথে অসাধারণ ডান্স পারফরম্যান্সটি দেখে নিন আপনিও।