ছাদের উপর বোল্ড কায়দায় উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী

ড্যান্স

বিনোদন ডেস্ক : আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আসলে ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই একদিকে যেমন মোবাইল ফোন রয়েছে ঠিক অন্যদিকে সকলেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে থাকে। এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া।

ড্যান্স

বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভাইরাল হয়। এমনকি আজকাল তো অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করে থাকেন। আজকের এই প্রতিবেদনে আপনাদের জন্য এনেছি এমনই এক নাচের ভাইরাল ভিডিও যা দেখে মুগ্ধ হবেন আপনি।

সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়ে থাকে। তবে জনপ্রিয়তার বিচার করলে এটা অবশ্যই বলা উচিত যে বেশিরভাগ সময় ভাইরাল হয় বিভিন্ন হরিয়ানভি স্টেজ শোয়ের ভিডিও। আজকের এই প্রতিবেদনে এমনই এক ভিডিও নিয়ে এসেছি যেখানে দেখা গেছে হরিয়ানভি গানের তালে নাচ করছেন এক কমবয়সী যুবতী।

Bahu Kale Ki/Haryanvi Superhit song/Ajay Hooda/Dance Cover By Neelu Maurya

সে বাড়ির ছাদে ‘বাহু কালে কি‘ গানের তালে অসম্ভব সুন্দর কায়দায় কোমর দুলিয়ে ব্যাপক নাচ করেছেন। তাঁর নাচ দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন।

চেক লেখার সময় এই কাজটি করলে সর্বস্বান্ত হতে পারেন

এবার ভাবছেন তো কে এই যুবতী? আপনাদের জানিয়ে রাখি এই যুবতীর নাম নিলু মৌরিয়া। সে একজন সোশ্যাল মিডিয়া স্টার। মাঝে মাঝে বিভিন্ন গানের তালে নাচ করে ভিডিও বানান তিনি। তাঁর এই নাচের ভিডিও দেখলে আপনিও বলবেন যে এই যুবতী সোজাসুজি প্রতিদ্বন্দ্বিতায় ফেলছেন স্বপ্না চৌধুরীকে। তাঁর নৃত্যকলা দেখে মুগ্ধ হয়েছেন নেট নাগরিকগণ। আপনি যদি ভাইরাল ভিডিওটি দেখতে চান, তাহলে অবশ্যই দেখে নিন।