বাড়ির মালিককে মিষ্টি কণ্ঠে পাপা, পাপা বলে ডাকছে টিয়া পাখি

টিয়া পাখি

জুমবাংলা ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে এমন কিছু ভিডিও আমাদের চোখে পড়ে যেগুলি আমাদের একেবারে চমকে দেয়। কোন সুরেলা ব্যক্তি অথবা মহিলার গান থেকে শুরু করে কোন বিষধর সাপের লড়াই। আবার অসম কোন প্রতিযোগিতায় কারও একটি জিতে যাবার ভিডিও, সবকিছুই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে থাকে। এর মধ্যেই অন্যতম জনপ্রিয় একটি প্লাটফর্ম হল ফেসবুক।

টিয়া পাখি

ফেসবুকের মাধ্যমে আপনি নিমেষের মধ্যে যে কোনো স্থানের মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন। পাশাপাশি নিজের প্রতিভাকে তুলে ধরতে পারেন পৃথিবীর আনাচে-কানাচে। এই প্রতিভার তালিকা থেকে বাদ নেই কিন্তু জীবজন্তুদের নাম।

মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে আজকাল ভাইরাল হয়ে যায় বিভিন্ন পশু পাখির ভিডিও। কোন ভিডিওতে দেখা যায় কোন পোষ্য প্রাণীর খেলাধুলা। আবার কোন ভিডিওতে দেখা যায় বাঁদরের মানুষের সাথে খুনসুটি বা কাজ করার ভিডিও।

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে গেছে যেখানে দেখা গিয়েছিল একটি বাঁদর ঠিক মানুষের মত করে বসে মটরশুটি ছড়াচ্ছে। এছাড়াও আরও বিভিন্ন রকম পশু পাখির ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রায়ই ভাইরাল হয়ে থাকে। আজকের প্রতিবেদনে এমন একটি ভাইরাল ভিডিওর গল্প আপনাদের জানাবো।

এবারের ভাইরাল ভিডিওর হিরো হলো একটি টিয়া পাখি। টিয়া পাখি সাধারণত মানুষের নকল করে একটু কথা বলতে পারে। এটা তাদের জন্মগত প্রতিভা। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে যে কোন পশু পাখি প্রতিভা যা দেখে নেটিজেনরা অবাক হয়, তা মাঝে মাঝে ভাইরাল হয়ে যায়। কিছুদিন আগেই এক টিয়া পাখির প্রতিভার নিদর্শন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছিল।

YouTube video player

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে যেই টিয়া পাখিটি ভাইরাল হয়েছে তার নাম টুটু। টিয়া পাখিটি তার মনিবের সাথে খুনসুটি করছে। এমনকি মনিব তাকে যেমন যেমন বলছে ঠিক একটা মানুষের মত সে সেই সমস্ত আদেশ পালন করছে। পাখিটার কাজকর্ম দেখে সত্যিই নেটিজেনরা অবাক হয়ে গেছে। এমনকি টিয়া পাখিটি তার মনিবকে “পাপা” বলেও ডেকেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ব্যাপক ভাইরাল হয়ে যায়।