বিনোদন ডেস্ক : ব্যক্তিগত জীবনে বিপর্যস্ত বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। স্ত্রী আলিয়া সিদ্দিকির সঙ্গে আইনি ঝামেলায় জড়িয়েছেন অভিনেতা। এবার অভিনেতার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুললেন তার পরিচারিকা। আলিয়া ও তার দুই সন্তান ভারতে চলে আসার পরে দুবাইয়ে আটকে রয়েছেন তিনি। নেই টাকাপয়সা, নেই কোনও খাবারও। ভিডিওতে নিজের করুণ অবস্থার কথা জানালেন নওয়াজের দুবাইয়ের পরিচারিকা।
দুবাইয়ে পরিচারিকাকে আটকে রেখেছেন তিনি, নওয়াজের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করে টুইট করেন আলিয়া সিদ্দিকির আইনজীবী রিজওয়ান। সেই টুইটেই তিনি শেয়ার করেন পরিচারিকার ভিডিও।
পরিচারিকার অভিযোগ, তাকে ভুল তথ্য দিয়ে কাজে নেয়া হয়েছিল। তিনি জানান, এক অজানা সংস্থার সেল্স ম্যানেজারের পদের জন্য তাকে কাজে নিয়েছিলেন বলিউড অভিনেতা। তারপর তাকে আলিয়ার দুই সন্তানের দেখাশোনার কাজে লাগানো হয়। দুবাইয়ে লেখাপড়া করত নওয়াজ ও আলিয়ার দুই সন্তান। তাদের দেখাশোনার কাজ করতেন ওই পরিচারিকা। তার দাবি, ভিসার মূল্য দেয়ার অজুহাতে তাকে কখনও বেতন পর্যন্ত দেননি অভিনেতা। সঙ্গে তার অভিযোগ, দুবাইয়ে কোনও টাকাপয়সা ও খাবার ছাড়াই তাকে ফেলে রেখে চলে গিয়েছেন অভিনেতা।
পরিচারিকার এই ভিডিও টুইটারে শেয়ার করেন নওয়াজের স্ত্রী আলিয়ার আইনজীবী। পরিচারিকাকে বিদেশ থেকে ভারতে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান রিজওয়ান। পাশাপাশি, পরিচারিকাকে তার প্রাপ্য বেতন দেয়ার আর্জি জানান তিনি।
২০২১ সালে নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী আলিয়া দুই সন্তানকে নিয়ে দুবাইতে চলে যান। চলতি বছরের জানুয়ারিতেই আলিয়া ভারতে ফিরে আসেন। তারপর থেকে অভিনেতার সঙ্গে আন্ধেরির বাড়িটি নিয়ে লড়াই চলছে। বিয়ে নিয়েও রয়েছে আইনি জটিলতা। নওয়াজউদ্দিনের আইনজীবী সম্প্রতি দাবি করেছেন যে আলিয়া এখনও তার প্রথম স্বামী বিনয় ভার্গবের সঙ্গে বিবাহিত। নওয়াজউদ্দিন এবং আলিয়া ২০১১ সালে বিয়ে করেন। দুজনের দুটি সন্তান রয়েছে- মেয়ে শোরা এবং ছেলে ইয়ানি।
এর আগে আলিয়া পুলিশের কাছে গিয়ে এফআইআর করেছিলেন নওয়াজের মায়ের নামে। অভিযোগ এনেছিলেন তাকে খেতে তো দেওয়া হচ্ছেই না, ব্যবহার করতে দেওয়া হচ্ছে না বাড়ির বাথরুমও। এর কদিন পরেই আবার ভিডিয়োতে দেখা যায় আলিয়া নওয়াজকে তাঁর নিজের বাড়িতেই ঢুকতে দিচ্ছে না। বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ করে রেখেছে। এমনকী, অভিনেতা স্বামীর ‘অসহায়’ অবস্থার ভিডিও করে তা ছড়িয়েও দেন সামাজিক মাধ্যমে। যাতে প্রতিক্রিয়া জানিয়েছিলেন স্বয়ং কঙ্গনা রানাওয়াত। ব্যক্তিগত জীবনে একের পর এক সমস্যার সম্মুখীন হওয়ায় পিছিয়ে গিয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকির পরবর্তী ছবির মুক্তিও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।