বাড়ির ছাদে অসাধারন ড্যান্স দিলো সুন্দরী যুবতী বৌদি

অসাধারন ড্যান্স

বিনোদন ডেস্ক : আজকালকার যুগে মানুষের কাছে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশ্বের ভালো-মন্দ খবর যেমন উঠে আসে এর মাধ্যম দিয়ে তেমনি প্রচুর মানুষ তাদের প্রতিভাকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন।

অসাধারন ড্যান্স

সোশ্যাল মিডিয়া অজানা শিল্পীদের প্রতিষ্ঠিত করার এক পথ উন্মোচন করে দিয়েছে। কোন প্রতিভার নাচ গান যদি মনমুগ্ধকর হয়ে ওঠে তাহলে তা ভাইরাল হতে সময় নেয় না কখনো।

এই সোশ্যাল মিডিয়াকেই মঞ্চ বানিয়ে এখনো পর্যন্ত বিদীপ্তা মৌ নামের বহু প্রতিভা নিজেদের ফ‍্যানবেস গড়ে নিয়েছেন। সম্প্রতি এমনই আরেক প্রতিভা উঠে এসেছে ভাইরালের তালিকায়। নিজের নৃত্যকলার পারদর্শিতার পরিচয় দিয়ে দর্শকদের মন কেড়ে নিয়েছেন নিমেষে।

উবিরুঙ্গিয়া নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই নৃত্যশিল্পীর ভিডিও প্রকাশ‍্যে এসেছে যেখানে জনপ্রিয় এক বাংলা গানের তালে অসাধারণ সুন্দর নাচ পরিবেশন করেছেন তিনি। “ভালোলাগে স্বপ্নকে” গানের তালে খোলার ছাদের মধ্যে নিজেকে মেলে ধরেছেন।

এদিন তার পরনে ছিল সবুজ লাল শাড়ী। তার সাথেই খোলা চুল ও সুন্দর সাজে অপরূপা হয়ে উঠেছিলেন এই যুবতী। গানের তালে মিষ্টি হাসি ও দক্ষ নাচের ভঙ্গিতে বর্তমানে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তিনি। যেমন সুন্দর পারফরম্যান্স তেমন সুন্দর তিনি, সবমিলিয়ে নাচের ভিডিও দর্শকদের অন‍্যতম পছন্দের একটি ভিডিও হয়ে উঠেছে।

YouTube video player

আর তাইতো ইতিমধ্যে এই ভিডিও পৌঁছে গেছে হাজার হাজার মানুষের কাছে। প্রত্যেকেই তার নাচের প্রশংসা করেছেন। অনবদ‍্য, সুন্দর বিভিন্ন রকম কমেন্টে ভরেছে কমেন্ট বক্স। দেখে নিন আপনিও।