বাড়ির উঠানের মধ্যেই খেসারি লাল যাদবের সাথে রোমান্সে মাতলেন সুভি শর্মা

বিনোদন ডেস্ক : বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে।

সুভি শর্মা

বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের। সেইসাথে এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সুপারস্টার খেসারি লাল যাদবের।

এই ভোজপুরি সুপারস্টারের জনপ্রিয়তা শুধুমাত্র যে দেশের মাটিতে, এমনটা নয়। বিদেশেও এই অভিনেতার অনেক অনুরাগী রয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই তিনি ভোজপুরি ইন্ডাস্ট্রি তথা গ্ল্যামার ওয়ার্ল্ডে বড় নাম করে নিয়েছেন। তাইতো অভিনেতার কোন গান ইউটিউবে রিলিজ করলেই তা চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে যায়। আসলে লাখ লাখ অনুরাগীরা মুহুর্তের মধ্যে ভিডিওতে লাইক দেন এবং অনেকেই কমেন্ট করেন। সম্প্রতি অভিনেতার “লাইহা বাগালিয়া সে দাওয়াইয়া” মিউজিক ভিডিওটি সারা ইউটিউবে সাড়া ফেলেছে।

YouTube video player

এই মিউজিক ভিডিওতে খেসারি লাল যাদবের সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সুভি শর্মা। লাখ লাখ মানুষ এই অভিনেত্রীর লাস্যময়ী ভঙ্গিতে মন দেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে এই অভিনেত্রীর ফ্যান ফলোইং এর সংখ্যা বেশি অনেকটাই। সম্প্রতি ভাইরাল হওয়া ওই পুরনো মিউজিক ভিডিওতে সুভি শর্মা গোলাপী রঙের একটি নাইটি পরে গানের তালে হানিমুনের রাতে তুমুল নাচ করেন। মিউজিক ভিডিওতে দুই তারকা জুটির কেমিস্ট্রি ব্যাপক পছন্দ হয়েছে নেটিজেনদের।

বলিউডের গানে বাড়ির ছাদে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো যুবতী

আপনাকে জানিয়ে রাখি যে এই ভিডিওটি ইউটিউবের পেজ Enterr10 Rangeela-এ শেয়ার করা হয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় প্রচুর লাইক হচ্ছে। একইসঙ্গে এখন পর্যন্ত এই ভিডিওটি লক্ষাধিক মানুষ দেখেছেন। অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ হয়ে অনেকেই এই ভিডিওতে কমেন্টের ঝড় তুলেছেন। আপনি যদি ভিডিওটি এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখুন।