জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের টেকনাফে বসতঘর থেকে মহাবিপন্ন একটি হিমালয়ান গ্রিফন শকুন উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ। সোমবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ডেইল পাড়ার মোহাম্মদ আলমের বসতঘর থেকে শকুনটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে শকুনটি চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর শকুনটি অবমুক্ত করা হবে বলে নিশ্চিত করেছেন টেকনাফ উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা বশির আহমেদ খান।
তিনি বলেন, খবর পেয়ে সোমবার রাত ৯টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের মোহাম্মদ আলমের বসতঘর থেকে একটি শকুন উদ্ধার করা হয়। এটি হিমালয়ান গ্রিফন শকুন বলে শনাক্ত হয়েছে। এর ওজন প্রায় ২০ কেজি। রাতে বন বিভাগের অফিসে এনে শকুনটিকে খাওয়ানোর চেষ্টা করা হয়।
শাহপরীর দ্বীপ ডেইল পাড়ার মোহাম্মদ আলম বলেন, সোমবার সন্ধ্যার দিকে একটি শকুন উড়ে এসে উঠানে পড়ে। তখন কাকের একটি দল সেটিকে নিয়ে টানাটানি করছিল। তা দেখে আমরা গিয়ে শকুনটি উদ্ধার করি। উদ্ধারের পর বন বিভাগের সদস্যদের খবর দিলে তারা রাত ৯টার দিকে এসে শকুনটি নিয়ে যায়।
কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ইনচার্জ মো. মাজহারুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরের দিকে একটি বিলুপ্তপ্রায় হিমালয়ান গ্রিফন শকুন সাফারি পার্কে নিয়ে আসে টেকনাফ উপকূলীয় বন বিভাগের লোকজন। একে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ১৪ দিন তার সবকিছু নজরদারিতে রাখা হবে। এরপর সে নিজে নিজে চলাফেরা করতে পারছে দেখলে অবমুক্ত করা হবে। চলে না গেলে আমাদের বেষ্টনীতে রেখে খাওয়ানো হবে শকুনটিকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।