বাড়ির উঠোনে নীল শাড়িতে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী

নীল ড্রেসে

বিনোদন ডেস্ক : বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

নীল ড্রেসে

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী যুবতী নিশি নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখে পছন্দ হয়েছে অনেকেরই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ‘অ্যানি মুরিল্লো’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এক বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে এই ভিডিওটি ছয় লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ভিডিওতে নীল শাড়িতে যে যুবতীকে দেখা গিয়েছে তার নাম নিশি।

Jotoi Ghuri Orao Rate Latai Toh Amar Hathe । Bangla Dance Performance by neshi । MS BD DANCE

ভিডিওতে নিজের বাড়ির উঠোনেই জনপ্রিয় বাংলা গান ‘যতই ঘুড়ি ওড়াও রাতে লাটাই তো আমার হাতে’এর তাহলে দুর্দান্ত নৃত্য পরিবেশনায় দেখা মিলেছে নিশির। আপাতত নিজের এই এক বছর আগেকার নাচের ভিডিওটির সূত্র ধরেই নেট নাগরিকদের একাংশের মাঝে পুনরায় চর্চিত ও প্রশংসিত সে। সম্প্রতি সেই ভিডিওটিই সকলের জন্য রইল আরো একবার, দেখে নিন।

ঝুঁকুন পায়ের তলা ঠিক পেয়ে যাবেন : শ্রীলেখা