জুমবাংলা ডেস্ক : সাব্বির, সালমান ও হারুন। তারা সম্পর্কে চাচাতো ও ফুফাতো ভাই। একসঙ্গে থাকেন সৌদি আরব। দীর্ঘদিন পর বাড়িতে আসছেন একসাথে তিন ভাই। তাই তারা সিদ্ধান্ত নেন হেলিকপ্টারে বাড়িতে ফেরার। সৌদি আরব থেকে উড়োজাহাজে ঢাকা ফিরেন তারা। ঢাকা থেকে তারা হেলিকপ্টারে বাড়ি ফিরেন।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে তিন ভাইকে বহনকারী হেলিকপ্টারটি ঝিনাইদহ সদর উপজেলার গড়িয়ালা গ্রামের মাঠে অবতরণ করে। প্রবাসী তিনভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিবারের সদস্যরা ও এলাকাবাসী। এ সময় প্রবাসী তিন ভাইয়ের বাবা-মা ও আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। হেলিকপ্টারে তাদের অবতরণ দেখতে মাঠটিতে শত শত মানুষ ভিড় জমান।
গ্রামবাসী জানায়, জীবনে কখনো এতো কাছ থেকে হেলিকপ্টার দেখেননি তারা। এ নিয়ে এলাকায় ছিলো উৎসবের আমেজ। দীর্ঘদিন পর তিনভাই হেলিকপ্টারে এলাকায় আসায় তারা এক নজর দেখতে এসেছেন। অন্যরকম আনন্দ পেয়েছেন তারা।
সৌদি প্রবাসী সাব্বির হোসেন জানান, তারা তিন ভাই সৌদি প্রবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন অনেক প্রবাসী হেলিকপ্টারে এলাকায় যায়। এর আগে তাদের এলাকায় কেউ হেলিকপ্টারে কেউ বাড়িতে ফিরেনি। এজন্য তারাও সিদ্ধান্ত নেন হেলিকপ্টারে তারাও বাড়িতে যাবেন।
হাতের ঘড়ি দিয়ে আনলক হবে এই ই-স্কুটার, হইচই ফেলে দিল টিভিএস
আরেক প্রবাসী সালমান হোসেন জানান, তিনি ২৪ বছর সৌদি আরবে আছেন। মাঝে মাঝে তারা বাড়িতে আসেন। তবে এবার ভিন্নভাবে আসা হয়েছে। হেলিকপ্টারে বাড়িতে আসায় এলাকায় উৎসব শুরু হয়েছে। দেশে বর্তমানে যানজট একটি সমস্যা। এজন্য ঝামেলা এড়িয়ে যাতে দ্রুত বাড়িতে আসা যায় এজন্য হেলিকপ্টারে বাড়িতে এসেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।