বাড়িতেই বানিয়ে ফেলুন মেকআপ রিমুভার

মেকআপ রিমুভার

লাইফস্টাইল ডেস্ক : প্রতিদিন অফিস যাওয়ার আগে কম-বেশি সকলেই হালকা মেকআপ করেন। তবে দিন শেষে ঠিকমতো মেকআপ না তুললে কিন্তু ব্রণ, পিম্পলের মত নানান স্কিনের সমস্যা দেখা দেয়। কিন্তু মেকআপ তুলতে গিয়ে দেখলেন মেকআপ রিমুভার শেষ। তাহলে এখন উপায়? ঘাবড়াবেন না। মাত্র কয়েকটি উপাদান দিয়ে নিজেই মেকআপ রিমুভার তৈরি করে নিতে পারেন।

মেকআপ রিমুভার

তাহলে জেনে নিন, বাড়িতেই মেকআপ রিমুভার তৈরি করবেন কীভাবে :

ওয়াটারপ্রুফ মেকআপ তোলার জন্য
ওয়াটারপ্রুফ মেকআপ তোলা বেশ ঝক্কির। ত্বকে থেকে সহজে ওঠে না। আবার ত্বকে বেশি ঘষাঘষি করলে জ্বালা, ব্যথা এবং ব়্যাশও হতে পারে। তাই ওয়াটারপ্রুফ মেকআপ তোলার জন্য ঘরে তৈরি মেকআপ রিমুভার ব্যবহার করতে পারেন। আমন্ড অয়েলের সঙ্গে ভিটামিন-ই ক্যাপস্যুল এবং গোলাপ জল ভালোভাবে মিশিয়ে নিন। তারপর স্প্রে বোতলে এই মিশ্রণটি ভরে ঝাঁকিয়ে নিন একবার। এরপর মেকআপ তোলার প্যাডে সামান্য স্প্রে করে মুখের মেকআপ তুলে ফেলুন। দেখবেন খুব সহজেই মেকআপ উঠে আসবে।

ব্রণ প্রবণ ত্বকের জন্য
জোজোবা অয়েলের সঙ্গে টি ট্রি অয়েল এবং ভিটামিন-ই ক্যাপস্যুল ভাল ভাবে মিশিয়ে নিন। তারপর স্প্রে বোতলে এই মিশ্রণটি ভরে ব্যবহার করুন। আপনি এটি ত্বক পরিষ্কার করার জন্য টোনার হিসেবেও ব্যবহার করতে পারেন।

ক্যামেরার চমক নিয়ে বাজারে এল ভিভো ভি২৫ই

সাধারণ মেকআপ তোলার জন্য
একটা পরিষ্কার বিউটি ব্লেন্ডার মিসেলার ওয়াটারে ভিজিয়ে নিন ভালো করে। তারপর এটি একটি পরিষ্কার কমপ্যাক্ট বাক্সে সংরক্ষণ করুন। ব্লেন্ডারটি ব্যবহার করার পরে অবশ্যই ধুয়ে নেবেন। সূত্র: বোল্ডস্কাই