লাইফস্টাইল ডেস্ক : আজকাল অনেকেই চাকরির পাশাপাশি বাড়তি উপার্জনের জন্য শুরু করছেন ব্যবসা। আপনিও যদি ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। এই প্রতিবেদনে আমরা এমন একটি বিজনেস আইডিয়া সম্পর্কে আলোচনা করব যেখানে স্বল্প বিনিয়োগে পাবেন মোট লাভ।
২৫০০০-৩০০০ টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করতে পারেন। এমনকি এই ব্যবসায় সরকার ৫০ শতাংশ পর্যন্ত ভর্তুকিও দিয়ে থাকে। ক্রমশ মুক্তো চাষের ব্যবসা বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশে। এই ব্যবসা করে আপনারা অনায়াসে মোটা টাকা মুনাফা করতে পারবেন। মুক্তো চাষের জন্য প্রয়োজন একটি পুকুরের। এই পুকুরে চাষ করতে হবে ঝিনুক।
পাশাপাশি মুক্তো চাষের জন্য প্রয়োজন হবে সঠিক প্রশিক্ষণের। আপনি চাইলে নিজেও একটি পুকুর খনন করতে পারেন, যেখানে ৫০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেবে সরকার। এই ব্যাপারে প্রশিক্ষণের জন্য আপনারা যেতে পারেন মধ্যপ্রদেশ কিংবা মহারাষ্ট্রে। মধ্যপ্রদেশের হোসঙ্গাবাদ ও মহারাষ্ট্রের মুম্বাইতে মুক্তো চাষের প্রশিক্ষণ দেওয়া হয়।
কীভাবে হয় মুক্তো চাষ? প্রথমে ঝিনুকগুলিকে একটি জালে বেঁধে ১৫-২০ দিন রাখতে হয় পুকুরে। তারপর সেই ঝিনুকগুলির অস্ত্রপচার করা হয়। একটি কণা বা ছাঁচ ঢোকানো হয় ঝিনুকের মধ্যে। এই ছাঁচে লেপ দেওয়া হলে তৈরি হয় একটি খোসার স্তর, যেটি পরে পরিণত হয় মুক্তোতে। প্রায় ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা খরচ হয় একটি ঝিনুক প্রস্তুত করতে।
প্রস্তুত হয়ে গেলে একটি ঝিনুক থেকে পাওয়া যায় দুটি মুক্তো। ভারতীয় বাজারে কমপক্ষে ১২০ টাকায় বিক্রি হয় একটি মুক্তো। এক একর পুকুরে যদি ২৫ হাজার ঝিনুক রাখা হয় তাহলে খরচ হতে পারে ৮ লক্ষ টাকা মতো। তার মধ্যে থেকে ৫০ শতাংশ ঝিনুকও যদি মুক্তো উৎপাদন করতে সক্ষম হয়, তাহলে কমপক্ষে ৩০ লক্ষ টাকা মুনাফা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।