বাড়ি ভাড়া দেন শাহরুখ খান!

বিনোদন ডেস্ক : তারকাদের বিলাসবহুল বাড়িগুলোর মধ্যে বহুল জনপ্রিয় বলিউড বাদশাহ শাহরুখের ‘মান্নাত’। কিং খানের মুম্বাইয়ের বিলাসবহুল এই বাড়িটি নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তার বাড়ি ‘মান্নাত’ কে মুম্বাইয়ের অন্যতম দর্শনীয় স্থান বললে অত্যুক্তি হবে না।

শাহরুখ খানের বাড়ি

এ ছাড়াও তার বাড়ি রয়েছে বিশ্বের বেশ কিছু শহরে। এর মধ্যে আমেরিকার লস অ্যাঞ্জেলসে তার যে বাড়ি রয়েছে, সেটি ভাড়ায় দেন বলিউড বাদশা। এই বাড়ির ভাড়া রাতপ্রতি প্রায় দুই লাখ টাকা।

সংবাদমাধ্যম কইমই এর প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান তার আমেরিকার লস অ্যাঞ্জেলসের বাড়িটিকে ভাড়া দেন। জানা গেছে, বলিউড বাদশাহ ‘গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা’- নামের এই বিলাশ বহুল বাড়িটিতে থাকতে প্রতি রাতের জন্য খরচ হবে প্রায় দুই লাখ টাকা।

ইলিশ মাছের সুস্বাদু কাবাব তৈরীর অসাধারণ রেসিপি

সান্তা মনিকা থেকে পাঁচ মিনিটের হাঁটাপথের ‘গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা’ বাড়িটি সাদা ও বেইজ রঙের থিমে সজ্জিত। বৈঠকখানার ঘরে বিরাট সোফা, এক পাশে বই পড়ার ব্যবস্থা। বাড়ির বিভিন্ন দেওয়াল সজ্জিত বড় বড় দামি আয়নায়। রয়েছে তাক লাগানো সব ঝাড়বাতি। এ ছাড়াও রয়েছে জাকুজি, সুইমিং পুল। মোট ছয় কামরার এই বাড়িতে মাঝেমধ্যে অবসর কাটাতে আসেন কিং খান।