বেরিয়ে এলো কাজীর সহকারীকে ‘থাপ্পড়’ দেওয়া সেই ব্যক্তির পরিচয়

কাজী অফিসের সহকারী

জুমবাংলা ডেস্ক : মাদারীপুরের শিবচরে বিয়ে বাড়িতে কাজী অফিসের সহকারীকে থাপ্পড় মেরেছেন এক বিএনপি নেতা। বুধবার (১ মে) এই ঘটনা ঘটলেও বিষয়টি শিবচরসহ সারাদেশে ভাইরাল হয় শুক্রবার। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

কাজী অফিসের সহকারী

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উপজেলার শিবরায়ের কান্দি গ্রামের আব্দুস সালাম খানের ছেলে পারভেজ খানের সঙ্গে একই এলাকার এক কনের বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রেজিস্ট্রি কাজ শুরু করেন কাজী অফিসের সহকারী ইসলাম শরীফ। এ সময় ইসলাম শরীফ কনের স্বাক্ষর চাইলে বিএনপি নেতা শাহাদাত হোসেন খান কনের স্বাক্ষর বাবা দিলেই হবে বলে দাবি করেন।

কিন্তু সহকারী রেজিস্টার কনের স্বাক্ষর ছাড়া বিয়ে সম্পন্ন হবে না জানালে শাহাদাত হোসেন খান উত্তেজিত হয়ে ইসলাম শরীফকে থাপ্পড় মারেন।

এ ঘটনায় ভুক্তভোগী কাজী অফিসের সহকারী ইসলাম শরীফ শিবচর থানায় একটি লিখিত অভিযোগ ও শিবচর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) নিকট একটি মৌখিক অভিযোগ করেন।

সবুজের মাঝে শুভ্র নীল পরী

এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন ইউএনও ও ওসি।