স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাউন্ড রবিন লিগের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মোহাম্মদ সাইফউদ্দিনের বোলিং তোপে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ফরচুন বরিশালের ইনিংস থেমেছে ১৬৯ রানে। জয়ের জন্য খুলনা টাইগার্সের প্রয়োজন ১৭০ রান।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মিরপর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুর্দান্ত বোলিংয়ে ৪ ওভার বল করে মাত্র ২০ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়েছেন সাইফউদ্দিন। বরিশালের পক্ষে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেছেন প্রিটোরিয়াস।
নিয়মরক্ষার ম্যাচে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনলেও, খুব একটা চমক দেখাতে পারেননি তিনি। ৯ বলে ৯ রান করে তিনি আউট হয়েছেন নাসুম আহমেদের বলে ক্যাচ দিয়ে। এরপর চতুরাঙ্গা ডি সিলভা ক্রিজে এসে ১৩ বলে ১৪ রান করে আউট হন একই বোলারের বলে।
তৃতীয় উইকেটে ক্রিজে আসা সাকিব শুরু থেকে মারমুখে ভঙ্গিতে ব্যাট চালাতে থাকেন। তবে তাকে ক্রিজে স্থায়ী হতে দেননি হাসান মুরাদ। ১৪ বলে ২২ রান করে মাঠ ছাড়েন টাইগার অলরাউন্ডার। তাতে ৩৭৫ রান নিয়ে তিনি এখন আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তার চেয়ে ৩ রান বেশি নিয়ে শীর্ষে আছেন তৌহিদ হৃদয়।
সাকিবের পর একই ওভারে বিদায় নেন বরিশালের ওপেনার এনামুল হক বিজয়। ২৯ বলে তিনি করেন ২৮ রান। চতুর্থ উইকেট জুটিতে ইবরাহিম জাদরানকে নিয়ে ঝড় তোলেন প্রোটিয়া অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস। দুজনের ৭০ রানের জুটি ভাঙেন মোহাম্মদ সাইফউদ্দিন। জাদরান ১৫ বলে ২১ রান করে মাঠ ছাড়েন। ইনিংসের শেষ ওভারে দ্বিতীয় ২ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন প্রিটোরিয়াস। ২ চার ও ৪ ছক্কায় ২৯ বলে ৪৮ রান করা প্রোটিয়া ব্যাটারকে ইয়র্কারে পরাস্ত করেন সাইফউদ্দিন।
পরের বলে একই লেংথে বল করে মেহেদী মিরাজকেও (০) সাজঘরে ফেরান টাইগার পেসার। তবে তিনি ব্যর্থ হন হ্যাটট্রিক তুলে নিতে। তবে করিম জানাতের উইকেটটি নিতে ব্যর্থ হননি ফেনীর এ পেসার। শেষ পর্যন্ত বরিশালের ইনিংস থামে ১৬৯ রানে।
সমান ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের সেরা দুইয়ে নিজেদের স্থান পোক্ত করে প্রথম কোয়ালিফায়ারের টিকিট নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফলে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে খুলনার বিপক্ষে মাঠে নামা বরিশাল জিতলেও খুব একটা লাভ হবে না।
তবে তাদের সামনে সুযোগ থাকছে রংপুরকে হটিয়ে টেবিলের সেরা তিনে জায়গা করে নেয়ার। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সোহানরা ওপরে থাকলেও, তারা সাকিবদের তুলনায় নেট রান রেটে পিছিয়ে আছে।
অন্যদিকে খুলনার সামনে সুযোগ টেবিলের তলানি থেকে উঠে আসার। সাকিবদের হারাতে পারলে তারা ঢাকা ও চট্টগ্রামকে পেছনে ফেলে টেবিলের পাঁচে থেকে আসর শেষ করার সুযোগ পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।