জুমবাংলা ডেস্ক : বরিশালের গৌরনদীতে উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যানের রাইস মিল থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। রবিবার দিবাগত গভীর রাতে পরিচালিত ওই অভিযানে রাইস মিলের দুই শ্রমিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
আটককৃতরা হলেন উপজেলার বার্থী গ্রামের আমীর সরদারের ছেলে জাহিদ হাসান (২৪) ও জয়পুরহাট সদরের বাসিন্দা মৃত সবদুল প্রধাণের ছেলে শাহিনুর প্রধাণ (২৭)।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সীর এলাহী এগ্রো অটোরাইস মিলে অভিযান করা হয়। সেনা ও পুলিশের যৌথ অভিযানে মিলের ভিতরে বৈদ্যুতিক সাব স্টেশনের পাশে মাটির নিচ থেকে দুইটি রামদা, দুইটি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও একটি হুইল রেন্স উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সবার আগে ব্যাংক গ্রাহকদের স্বার্থ দেখবে : গভর্নর
ওসি আরো জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ মামলায় দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।