বরিশাল নগরীর অভিজাত বরিশাল ক্লাবে বিরতিহীনভাবে টানা পাঁচ বছর চলেছে একটি এসি। বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে এমনটি হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২ আগস্ট) বরিশাল সিটি করপোরেশনের ভূমি বিরোধ ও শুল্ক আদায়সংক্রান্ত মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার ও বিসিসির প্রশাসক রায়হান কাওছার এ বিস্ফোরক তথ্যটি দেন।
ভাইরাল একটি ভিডিওতে শোনা যায়, রায়হান কাওছার মঞ্চে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলছেন, তিনি (সাদিক আব্দুল্লাহ) রুমে যাওয়ার ৫-৭ মিনিট আগে এসি ছাড়া হইছে। এ কারণে রুমটি ঠাণ্ডা হয়নি।
উনি গিয়ে গরম বোধ করলেন। এরপর উনি ধমক দিয়ে বললেন, ‘এই রুম ঠাণ্ডা হয়নি কেন?’। তখন অফিস সহায়ক জানান, ‘পাঁচ মিনিট আগে এসি চালু করা হয়েছে।’ এরপর উনি অফিস সহায়ককে বললেন, ‘এটা আর কোনোদিন বন্ধ করবি না।’ এরপর থেকে টানা পাঁচ বছর দিন-রাত ২৪ ঘণ্টা একটানা ওই এসিটি চলত। এ রকম একটা রাজত্ব তিনি করে গেছেন।
এখানে আপনি কী পাবেন? তখন পার্শ্ববর্তী এক কর্মকর্তার প্রশ্নের উত্তরে রায়হান কাওছার বলেন, সেই এসি আছে এখনো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।