বিলাসবহুল বাড়িতে নায়ক দেবের অন্যরকম সময়

নায়ক দেবের

বিনোদন ডেস্ক : সুইমিং পুলের নীল জলে ঢেউ উঠেছে। তাতে শরীর ডুবিয়ে রেখেছেন টলিউড অভিনেতা ও তৃণমূলের সাংসদ দেব। সুইমিং পুলের পাশে বসে আছেন এক নারী ও পুরুষ। তারা অন্য কেউ নন, দেবের মা-বাবা। তিনজনের চোখে-মুখে বয়ে যাচ্ছে আনন্দের ঢেউ।

নায়ক দেবের

দেব তার ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন। তাতে এমন দৃশ্য দেখা যায়। ক্যাপশনে এই অভিনেতা লিখেছেন—‘বাড়ির সৈকতে অবসর যাপন।’ দেব তার বিলাসবহুল বাড়ির ছাদে তৈরি করেছেন সুইমিং পুলটি। সেখানে বাবা-মায়ের সঙ্গে আনন্দঘন সময় কাটাচ্ছেন।

দেবের পারিবারিক ছবিটি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। সুস্মিত লিখেছেন, ‘জাস্ট ওয়াও!’ আরেকজন লিখেছেন, ‘ভাগ্যবান এবং সুখী’। আরেকজন লিখেছেন, ‘যখন দেখি আপনি আপনার বাবা-মাকে আনন্দ দিচ্ছেন তখন আমি খুবই সুখী, গর্ব অনুভব করি। আমার কাছে দেব পারফেক্ট একজন মানুষ।’ এমন অসংখ্য প্রশংসাসূচক মন্তব্য অন্তর্জালে ভেসে বেড়াচ্ছে।

৪ টি খাবার খেলে টাক হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে

বেশ আগে রাজনীতিতে নাম লিখিয়েছেন দেব। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন। হাজার ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দিতে দেখা যায় তাকে। আপাতত মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘প্রজাপতি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন দেব।