বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা বর্ষা; কিন্তু ঢালিউডের এই নায়িকা যে শুধু সিনেমায় অভিনয় করেন তা নয়। নিয়মিত সিনেমাও দেখেন তিনি। কিছুদিন আগে ভারতে গিয়েছিলেন বর্ষা। উদ্দেশ্য দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জেলার’ দেখা। সঙ্গে ছিলেন অনন্ত জলিল।
বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের সিনেমা দেখার পর অনুভূতি জানিয়ে বর্ষা বলেন, ‘জেলার’ দেখার পর আমি বুঝলাম, কেন সবাই রজনীকান্তের সিনেমা এত পছন্দ করেন। আর কেনো তিনি এত বড় সুপারস্টার। এই বয়সেও এত সুন্দর অভিনয়, অ্যাকশন! আসলে একজন কিংবদন্তি অভিনেতার জন্য যে বয়স কোনো বিষয়ই না, তা তিনি আবারো প্রমাণ করলেন। মুগ্ধ হয়ে দেখছিলাম আমি। একপর্যায়ে চোখে পানিও চলে এসেছিল আমার। কিভাবে সততার কাছে তিনি নিজের ছেলেকে বলিদান দিলেন। আর সিনেমা হলের বাকি দর্শকরাও একটু পরপর তালি দিচ্ছেন, চিৎকার করছেন। দারুণ এক অভিজ্ঞতা।’
তবে ‘জেলার’ সিনেমার শুধু গল্প নয়, টেকনিক্যাল বিষয়ের প্রশংসাও করেছেন বর্ষা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জেলার সিনেমার আরও একটা ভালো দিক এর ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আবহ সংগীত। একদম টাচি বিষয়টি এমন যে, আপনি টাকা খরচ করে রজনীকান্তকে দেখতে গেছেন, পরিচালক পুরো সিনেমায় শুধু রজনীকান্তকেই দেখিয়েছেন।’
এদিকে, শুধু ‘জেলার’ দেখেই ফিরে আসেননি অনন্ত-বর্ষা। দেখেছেন সানি দেউলের ‘গাদার-টু’ এবং অক্ষয় কুমারের ‘ওএমজি-টু’। ‘গাদার টু’ সিনেমা দেখার অভিজ্ঞতা জানিয়ে বর্ষা বলেন, ‘এমন ক্যামব্যাকই (সানি দেওল) দর্শক দেখতে চায়। দেশপ্রেম, পরিবার, আবেগ-সব আছে সিনেমায়।’
উল্লেখ্য, চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে অনন্ত জলিল এবং বর্ষা অভিনীত সিনেমা ‘কিল হিম’। এ সিনেমার মধ্যমে প্রথমবারের মতো নিজেদের প্রযোজনার বাইরে অভিনয় করলেন এই তারকা জুটি। অন্যদিকে তাদের অভিনীত ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমার শুটিং শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন বর্ষা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।