ব্যর্থ হয়েও আত্মবিশ্বাসী রাশমিকা

রাশমিকা

বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতীয় ছবির সুপারস্টার তিনি। অথচ বলিউডে পা রেখে এখনও সাফল্যের দেখা পাননি রাশমিকা মান্দানা। তাঁর অভিনীত ‘গুডবাই’ ও ‘মিশন মজনু’ দুটি ছবিই মুখ থুবড়ে পড়েছে বলিউড বক্স অফিসে। তবু আত্মবিশ্বাসী রাশমিকা।

রাশমিকা

ভারতীয় সংবাদমাধ্যমে এই অভিনেত্রী সরাসরি বলে দিয়েছেন, “আমি নিশ্চিত ‘অ্যানিম্যাল’ ছবিটি বলিউডে আলোড়ন তুলবে। তাই অধীর আগ্রহে ছবি মুক্তির প্রহর গুনে যাচ্ছি।” তাঁর এমন অতি আত্মবিশ্বাসী কথায় অবাক হয়েছেন অনেকেই।

জানতে চেয়েছেন, কী এমন আছে ‘অ্যানিম্যাল’ ছবিতে, যা নিয়ে এতটা আশাবাদী? এ প্রশ্নে রাশমিকার যে উত্তর তা শুনেও অবাক নেটিজেনরা। গল্প, চরিত্র, তারকা বা নির্মাণের কারণে নয়, ডিসেম্বরে ‘অ্যানিম্যাল’ মুক্তি পাবে– সেটাই সাফল্যের অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন তিনি।

মশা-মাছি ও ক্ষতিকর কিটপতঙ্গ বিদ্যুৎ গতিতে দূর করার উপায়

এ অভিনেত্রীর কথায়, ডিসেম্বর মাস তাঁর ক্যারিয়ারের জন্য সৌভাগ্যের। কারণ, এই মাসেই মুক্তি পেয়েছিল তাঁর প্রথম ছবি ‘কিরিক পার্টি’। এ ছাড়া ‘পুষ্পা’, ‘চমক’, ‘অঞ্জনি পুত্র’ও মুক্তি পেয়েছিল ডিসেম্বরে।