বাসার স্টাফদের সঙ্গে মিটিং করে খরচের হিসাব নেন ক্যাটরিনা : ভিকি

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় তারকা ক্যাটরিনা কাইফ। ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে তার নাম জড়িয়েছে। সর্বশেষ অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করলেও তা স্বীকার করেননি এই যুগল।

ক্যাটরিনা ও ভিকি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২০ সালের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন বলিউডের এই আলোচিত প্রেমিক জুটি। রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। তারপর নতুন সংসার গোছানোর কাজে মন দেন ক্যাটরিনা-ভিকি।

এবার ভিকি জানালেন, বাসার স্টাফদের সঙ্গে প্রতি সপ্তাহে মিটিং করেন ক্যাটরিনা। নিউজ টককে দেওয়া সাক্ষাৎকারে ভিকি বলেন— ‘ক্যাটরিনা বাসার স্টাফদের নিয়ে প্রতি সপ্তাহে বৈঠক করে। কীভাবে অর্থ খরচ হচ্ছে এ বৈঠকে তা নিয়ে আলোচনা হয় এবং হিসাব নেয়। যখন এসব আলোচনা হয়, তখন আমি তা খুব উপভোগ করি। কারণ আমি দর্শক এবং পপকর্ন হাতে নিয়ে বসে পড়ি।’

আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে এই ওয়েব সিরিজ, বাচ্চাদের সামনে দেখবেন না

ক্যাটরিনা-ভিকি পরস্পরের ব্যয় নিয়ন্ত্রণ করেন। তা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘‘এটা নির্ভর করে আমরা কি কিনছি এবং কার আগ্রহ বেশি তার ওপর। যদি আমরা এমন কিছু কিনি, যার প্রতি আমি বেশি আগ্রহী, তাহলে ক্যাটরিনা বলে, ‘আমাদের বাজেটের সঙ্গে সামঞ্জস্য থাকা উচিত।’ আর যদি কোনো কিছু কেনার ক্ষেত্রে ক্যাটরিনা বেশি আগ্রহী থাকে, তবে আমি বলি, এত কেন! আমার কথা শুনে ক্যাটরিনা বলে, ‘না না এটি আমার পছন্দ।’’