লাইফস্টাইল ডেস্ক : মাত্র ২টি দিন পেলেই বাঁশ পৌঁছে যেতে পারে অমিতাভ বচ্চনের মাথায়। প্রকৃতির এও এক চমৎকার। যে তথ্য মেনে নিতেও হোঁচট খাবেন মানুষ। বাঁশগাছ দেখেননি এমন মানুষ আছেন কি? একমাত্র মেরু অঞ্চলে বা যেখানে সারা বছর বরফ পড়ছে এমন জায়গায় বাঁশ জন্মায় না। এর বাইরে বিশ্বের সর্বত্র বাঁশগাছ দেখতে পাওয়া যায়।
বাঁশকে গাছ বলা হলেও বাঁশ আসলে এক ধরনের ঘাস। যার ব্যবহার ৭ হাজার বছর আগেও দেখা গেছে। তখনও মানুষ বাঁশকে কাজে লাগাতেন। সেই বাঁশ আজও হাজারো কাজে লাগে।
এই বাঁশ লম্বাও হয় অনেক। বাঁশ হল বিশ্বের সবচেয়ে দ্রুত লম্বা হওয়া উদ্ভিদ। যা মাত্র ২ দিন হাতে পেলে অমিতাভ বচ্চনের মাথা ছুঁয়ে ফেলতে পারে।
কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের উচ্চতা নিয়ে অনেক চর্চা হয়েছে। ৬ ফুট ২ ইঞ্চির মানুষটি তাঁর স্বর ও উচ্চতার জন্যও প্রসিদ্ধ। এই ৬ ফুট ২ ইঞ্চি বাড়তে মাত্র ২ দিন লাগে একটি বাঁশের।
বাঁশ মাত্র ২৪ ঘণ্টা বা ১ দিনে ৩ থেকে ৪ ফুট পর্যন্ত বাড়তে পারে। ২ দিনে তা ৬ ফুট ২ ইঞ্চি তাই বেড়ে যেতেই পারে। যে বাঁশের চারা ছোট্ট ছিল। তা মাত্র ২ দিনে এতটা লম্বা যে হতে পারে তা অনেকেই বিশ্বাস করে উঠতে পারেন না। তবে এটাই প্রকৃতির খেলা।
বাঁশ সবচেয়ে দ্রুত বাড়ে। ৭ হাজার বছর আগেও বাঁশ দিয়ে চিনে ঘর তৈরি করা হত। তৈরি হত আরও নানা প্রয়োজনীয় জিনিস, এমন নিদর্শন পাওয়া গিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।