লাইফস্টাইল ডেস্ক : মাকড়সার উপদ্রব কারই বা ভাল লাগে! কিন্তু বছরের এই সময়ে প্রতি বাড়িতেই আগমন ঘটে নানা রকমের পোকামাকড়ের। গ্রীষ্ম ও বর্ষায় চারিদিকে অজস্র মাকড়সা দেখা যায়। আটপেয়ে ও আট চোখওয়ালা এই বিচিত্র জীবকে ভয় পেয়ে যান অনেকেই।
এছাড়া, মাকড়সার জাল, অথবা ছোট মাকড়সা খাবারে বা অন্য কিছুতে পড়ে গেলে বা গায়ে লেগে গেলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তাই আজ রইল বাড়ি থেকে মাকড়সা তাড়ানোর বেশ কয়েকটি পদ্ধতি।
১) পরিস্কার-পরিচ্ছন্নতা: বাড়ির প্রতিটি ঘরের কোণ নিয়মিত পরিস্কার করুন ও খেয়াল রাখুন যাতে ঝুলজাতীয় জিনিস না জমতে পারে। বাড়ি অপরিস্কার থাকলে মাকড়সা সহজেই বাসা বাঁধতে পারে।
২) ভিনিগার স্প্রে: একটি স্প্রে বোতলে জলের মধ্যে ভিনিগার দিয়ে ভালো করে মিপশিয়ে নিন এবং ঘরের যে যে স্থানে মাকড়সা রয়েছে সেখানে স্প্রে করে দিন। এতে মাকড়সা খুব সহজেই তাড়ানো যাবে।
৩) হলুদ-জল: জলের মধ্যে হলুদ গুঁড়ো মিশিয়ে বা মিক্সিতে হলুদ গ্রাইন্ড করে নিয়ে জলের মধ্যে মিশিয়ে সেই জল ঘরের কোণে কোণে স্প্রে করলে মাকড়সার উপদ্রব কমে যায়।
৪)লেবু-জল: হলুদ গুঁড়োর মতো একইভাবে একটি স্প্রে বোতলে জল নিয়ে তার মধ্যে লেবুর রস মিশিয়ে সেই জল বাড়িতে স্প্রে করলে মাকড়সার উপদ্রব অনেকটাই কমবে।
৫) নতুন রঙ: কোনো টোটকাই যদি কাজ না করে তবে বাড়িতে নতুন করে রঙ করে নিতে পারেন। খরচসাপেক্ষ হলেও নতুন রঙের গন্ধে মাকড়সা অবশ্যই পালিয়ে যাবে আর আপনার বাড়িও নতুন সাজে সেজে উঠবে।
কিছু অমানুষ আমাকে নিয়ে কি ভাবলো, তাতে কিছুই আসে যায় না : সানাই
৬) ড্যাম্প জায়গা : সাধারণত ড্যাম্প বা স্যাঁতস্যাঁতে জায়গায় মাকড়সার আনাগোনা বেশি হয়। তাই বাড়ির সেইসব জায়গা পরিস্কার রাখলে মাকড়সার উপদ্রব কম হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।