অতিরিক্ত দাম বাড়ায় অনেক দোকানে আদা বিক্রিই বন্ধ!

আদা বিক্রি

জুমবাংলা ডেস্ক : বেড়েই চলেছে পেঁয়াজ, আদা আর রসুনের ঝাঁঝ। চিনির পাশাপাশি সব ধরনের সবজির দামও নাগালের বাইরে। নিত্যপণ্যের মাত্রাতিরিক্ত মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদারের দাবি ক্রেতাদের।

আদা বিক্রি

রাজধানীর বুয়েট বাজারের মুদি দোকানগুলোতে আদা নেই। কেজিপ্রতি চায়না আদা পৌঁছেছে ৩শ টাকার উপরে। অতিরিক্ত দাম বাড়ায় বিক্রিই বন্ধ করে দিয়েছেন দোকানিরা।

কেজিতে পেঁয়াজ ছুয়েছে ৮০ টাকা, আলুর কেজি ৪০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দাম বাড়ানো হয়েছে আরো অনেক পণ্যের।

ভরা মৌসুমেও উর্ধমূখি সব ধরনের সবজির দাম। ৭০-৮০ টাকার নিচে মিলছে না কোনোটিই।

সব ধরনের মাছের দামই বেশি। এজন্য ইলিশের সরবরাহ কম থাকাকে দুষছেন বিক্রেতারা।

মধুমাস জ্যৈষ্ঠে বাজারে উঠেছে আম-লিচুসহ দেশি ফল। তবে, দাম এখনো চড়া।

নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের মাথায় হাত। জানান, আয়-ব্যয়ের হিসাব মেলানো কষ্টসাধ্য।

ব্রয়লার মুরগির কেজি ২শ ২০ আর কক মুরগি সাড়ে ৩শ টাকা। গরুর মাংসও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই।