বেশি দামে খেজুর বিক্রি করায় ৯০ হাজার টাকা জরিমানা

বেশি দামে খেজুর বিক্রি

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে বেশি দামে খেজুর বিক্রির করায় তিন আমদানিকারক প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) দুপুরে নগরীর ফলমুন্ডি বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

বেশি দামে খেজুর বিক্রি

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘অভিযানে খেজুর আমদানি থেকে শুরু করে পাইকারি বাজার ও কমিশন এজেন্টদের ব্যাপক অনিয়ম পাওয়া যায়। ফলমুন্ডির আড়তে অভিযানে গিয়ে দেখা যায়, পাইকারি বাজারে বিভিন্ন জাতের খেজুর বেশি বিক্রি হচ্ছে। এর মধ্যে আজওয়া ৭৫০-১০০০, মাবরুম ১২০০- ১৩০০, মরিয়ম ৫০০-৮০০, দাবাস ৪০০-৬০০, জাহিদি ২০০-২৫০, মেজডুল খেজুর ১২০০-১৩০০, আলজেরিয়া খেজুর ২৫০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে। যা আমদানি তথ্য ও বাস্তব বাজার দরের সঙ্গে বিস্তর পার্থক্য।

তিনি আরও বলেন, ‘আমদানি মূল্যের চেয়ে তিন-চারগুণ বেশি দামে বিক্রি খেজুর করায় আল্লাহর রহমত স্টোরকে ৫০ হাজার, আমদানি কারক আলী জেনারেল ট্রেডিং প্রতিষ্ঠানকে ১০ হাজার এবং ফ্রেশ ফ্রুট গ্যালারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

রমজান উপলক্ষে দাম কমলো অপোর ফাইভজি দুইটি স্মার্টফোনের

তিনি আরও বলেন, ‘ফলমন্ডি বাজারে খেজুরের আমদানিকারক আছে ১২ জন। অভিযানে গিয়ে তিন আমদানিকারককে পাওয়া যায়। তারা উন্নত জাতের খেজুর আমদানি করেও সেগুলো কম দাম দেখিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশে প্রবেশ করাচ্ছে । কিন্তু তারা আমদানি মূল্যের চেয়ে বেশি দামে খেজুর বিক্রি করে ক্রেতাদের ঠকাচ্ছে।’