অতিরিক্ত সৌন্দর্যের কারণে বলিউডে কাজ পাননা এই নায়িকারা

নায়িকারা

বিনোদন ডেস্ক : গ্লামার্স জগতে সৌন্দর্যই শেষ কথা। অতীতে কেবল অভিনয় দক্ষতা দেখা হলেও এখন দক্ষতার পাশাপাশি সৌন্দর্য থাকাও বাঞ্ছনীয়। তাই প্রতিটি অভিনেতা-অভিনেত্রী নিজেকে সুন্দর করতে কত কিছুই না করে থাকেন। এর জন্য কেউ কেউ প্লাস্টিক সার্জারি করতেও পিছপা হননি। তবে জেনে অবাক হবেন বেশ কিছু বলিউডের তারকা রয়েছেন যারা অতিরিক্ত সুন্দর হওয়ার কারণে কাজ পাননি।

নায়িকারা

কৃতি শ্যানন : কেরিয়ারের শুরুতে অতিরিক্ত সুন্দরী হওয়ার খেসারত দিতে হয়েছিল কৃতিকেও। তার অতিরিক্ত সুন্দর চেহারা হওয়ার কারণে বেশ কিছু ছবিতে কাস্ট করা হয়নি। তাই মানসিক অবসাদে নিজের চেহারার জন্য কাঁদতেন তিনি। তবে এখন লিড অভিনেত্রী হিসেবে তিনি বেশ কিছু ছবি করেছেন।

দিয়া মির্জা : দিয়া মির্জা হলেন বলিউডের একজন অন্যতম সুন্দরী অভিনেত্রী। তবে তাকে খুব বেশি ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। তিনি ২০২০ সালে একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন তার সুন্দর চেহারার কারণে অনেক কাজ হাত থেকে বেরিয়ে গিয়েছিল। দিয়াকে বলা হত তার এত সুন্দর চেহারার সঙ্গে চরিত্রগুলো মানাবে না।

দিনো মরিয়া : বলিউডের এই অন্যতম হ্যান্ডসাম অভিনেতাকে মনে আছে নিশ্চয়ই? একসময় তিনি মহিলাদের হার্ট থ্রবে পরিণত হয়েছিলেন। তিনি একবার একটি সাক্ষাৎকারে বলেন তাকেও বহু ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল অতিরিক্ত হ্যান্ডসাম হওয়ার কারণে। পরিচালকদের এই যুক্তি তার কাছে বড়ই অদ্ভুত লেগেছিল।

গওহর খান : গওহর খান হলেন হিন্দি সিরিয়ালের অন্যতম একজন সেরা সুন্দরী অভিনেত্রী। তিনি বলিউডেও পা রাখার চেষ্টা করেছিলেন। অনেক আশা নিয়ে তিনি ‘স্লামডগ মিলিয়নেয়ার’ ছবির অডিশন দিতে এসেছিলেন। অডিশন ক্লিয়ার করে গেলেও পরিচালক তাকে সৌন্দর্যের কারণ দেখিয়ে বাদ দিয়ে দেন।

ফুসফুস বা কিডনি সুস্থ আছে কিনা পরীক্ষা করুন চামচ দিয়েই

পূজা ব্যানার্জী : এই বাঙালি সুন্দরী অভিনেত্রী হিন্দি সিরিয়াল এবং ওয়েব সিরিজের দুনিয়াতে বেশ পরিচিত হয়েছেন। সৌন্দর্যের নিরিখে তিনি বলিউডের অভিনেত্রীদের টেক্কা দিতে পারেন। তবে অতিরিক্ত সুন্দর হওয়ার কারণে বলিউডে প্রবেশ করার ইচ্ছে থাকলেও সুযোগ জোটেনি। এই নিয়ে আক্ষেপ রয়ে গিয়েছে পূজার মনে।