জুমবাংলা ডেস্ক : বগুড়ার নন্দীগ্রামে সরিষার ক্ষেতে পাওয়া পচন ধরা লাশের পরিচয় মিলেছে। রংপুরের পীরগাছার আবদুল্লাহপুর গ্রামের কৃষক মোত্তালিব হোসেন প্রধান (৪০) বাসর রাতের পর দিন স্ত্রী রেখে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন।
গত ২৭ ফেব্রুয়ারি বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানি গ্রামের গোয়ালিয়া মাঠের সরিষা ক্ষেতে তার লাশ পাওয়া যায়।
পুলিশ ও স্বজনরা জানান, কৃষক মোত্তালিব হোসেন প্রধান রংপুরের পীরগাছা উপজেলার আবদুল্লাহপুর গ্রামের গরিব উল্লাহ প্রধানের ছেলে। পুলিশের বিশেষজ্ঞ দল লাশের ফিঙ্গার প্রিন্ট নিয়ে তার নাম, পরিচয় বের করে। খবর পেয়ে চাচা আবদুস সালাম, নববধূ স্বপ্না খাতুন ও স্বজনরা বৃহস্পতিবার রাতে নন্দীগ্রাম থানায় এসে পরিধেয় জ্যাকেট, শার্ট, লুঙ্গি ও স্যান্ডেল দেখে লাশটি শনাক্ত করেন। এর আগে স্থানীয় গ্রামপুলিশ লক্ষণ চন্দ্র থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
ভাই আলমগীর হোসেন জানান, বড় ভাই মোত্তালিব হোসেন প্রধান গত ১৮ ফেব্রুয়ারি গাইবান্ধার সাদুল্যাপুরে স্বপ্না খাতুনকে বিয়ে করেন। ওইদিন স্ত্রীকে রংপুরের পীরগাছা উপজেলার আবদুল্লাহপুর গ্রামের বাড়িতে আনেন। বাসর রাতের পর দিন ১৯ ফেব্রুয়ারি রাতে ঘরে নববধূকে রেখে কাউকে না জানিয়ে তিনি নিরুদ্দেশ হন। এর পর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি আরও জানান, তার ভাই খুবই নিরীহ মানুষ ছিলেন। তাই তার মৃত্যু সম্পর্কে কিছু বলতে পারছেন না। ভাইয়ের সঙ্গে সঙ্গে নববধূ ভাবির জন্য তাদের খুব কষ্ট হচ্ছে।
টাইট পোশাকে দুর্দান্ত ড্যান্স দিয়ে নেট দুনিয়ায় ঝড় তুললেন যুবতী, ভাইরাল ভিডিও
শনিবার বিকালে নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসেন জানান, মৃত ওই কৃষকের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। পরিবার থেকে কেউ কোনো অভিযোগ করছেন না। তাই ময়নাতদন্তের রিপোর্ট পেলেই এটি হত্যা না আত্মহত্যা, নাকি স্বাভাবিক মৃত্যু সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। লাশ স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।