বিনোদন ডেস্ক : নিষিদ্ধতাতেই মানুষের আগ্রহ বেশি। নিষিদ্ধ স্থানে গোপনে ভিড় জমান সবরকম বয়সের মানুষ। পুরুষ হোক বা মহিলা, নিষিদ্ধতা নিয়ে আগ্রহ কমবেশি সকলেরই। আর মানুষের এই ধর্মকেই কাজে লাগিয়ে জনপ্রিয়তা লাভ করেছে বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম।
‘হট’ এবং ‘বোল্ড’ দৃশ্য দিয়ে সাজানো আজকালকার প্রায় সব ওয়েবসিরিজ। তবে সম্প্রতি গোপনে জনপ্রিয়তা লাভ করছে বেশিরভাগ ‘ইরোটিক’ ওয়েব সিরিজ। এগুলি এমন গল্প ও দৃশ্যপট দিয়ে সাজানো হয়, যা মানুষের একান্ত সময়ের সঙ্গী হতে পারে। এই প্রতিবেদনে এমনই এক ওয়েবসিরিজের কথা হবে, যা দেখতে গেলে আপনাকে বাড়ির মধ্যেই ‘প্রাইভেসি’ খুঁজতে হবে।
সম্প্রতি এরকম আবেদনশীল ওয়েবসিরিজ নিয়ে মানুষের মধ্যে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। দর্শকদের মধ্যে এমন সব গল্প নিয়ে উন্মাদনা বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর। এরকম ওয়েবসিরিজ বানিয়ে ইতিমধ্যে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ‘উল্লু’, ‘এমএক্স অনলাইন’, ‘অলট বালাজি’ প্রভৃতি ওটিটি প্ল্যাটফর্মের। এইসব প্ল্যাটফর্ম গোপনে জনপ্রিয় হয়ে উঠেছে ক্রমশ। আর এবার এমনই এক ওয়েবসিরিজ রিলিজ হতেই সাড়া পড়ল সামাজিক মাধ্যমে। আর ‘উল্লু’ প্ল্যাটফর্মের এই সিরিজ এখন বিখ্যাত হয়েছে গোপনেই।
‘উল্লু’তে এর আগে ‘সুরসুরি-লি’ সিরিজের দুটি সিজন মুক্তি পেয়েছে এবং এই সিরিজের দুটি সিজনই দর্শকদের মুগ্ধ করেছে ব্যাপকভাবে। প্রথম দুটি সিজনে দেখা গেছে যে সুর ও সুরিলি নামের দুই যুবক ও যুবতীর বিয়ে ঠিক হয়। তারপর সুরিলি সুরকে প্রথম রাতের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে বলে। একদিকে যেমন তাদের বিয়ে হয়, অন্যদিকে দাউদ পৌঁছে যায় কামিনীর বাড়িতে। সেখানে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন হয়। এর মাঝেই গল্পটি একটি উল্লেখযোগ্য মোড় নেয়।
এই সিরিজে অভিনয় করে সাড়া ফেলেছেন সব কলাকুশলীরা। এই সিরিজে সুরিলির চরিত্রে অভিনয় করেছেন নিধি মহাবন, অন্যদিকে সুরের চরিত্রে দেখা গেছে অজয় মেহেরাকে। এছাড়াও এই সিরিজে কামিনীর চরিত্রে নজর কেড়েছেন অভিনেত্রী মাহি খান।এছাড়াও জয় শংকর, অঙ্কুর মালহোত্রার অভিনয় এই সিরিজে অভিনয় করেছেন। এই সিরিজটি দেখতে হলে আপনাকে উল্লুর সাবস্ক্রিপশন চার্জ দিতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।