লাইফস্টাইল ডেস্ক : ত্বকের যত্ন নেয়া অত্যন্ত প্রয়োজনীয়। শুধু বাইরে থেকে নানা ধরনের ক্রিম-প্যাক-বাটা লাগিয়েই নয়, ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ও সতেজ করাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু প্রতিদিনকার কাজের চাপে অনেকেই ত্বকের যত্নের কথা ভুলে যান।
কিন্তু ব্যস্ততাপূর্ণ জীবনেও ত্বকের যত্ন নেয়া যায়। কীভাবে নেয়া যায়, সে বিষয়ে জানাচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। একটি সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে কথা বলেন। জানান, তিনি মেকআপ না লাগিয়ে বরং ত্বকের ভেতরের ঔজ্জ্বল্য ফুটিয়ে তোলার ওপরই বেশি জোর দেন।
দীপিকা জানিয়েছেন, ডায়েটে ফল ও তাজা শাক-সবজির পাশাপাশি নিয়মিত ফেসিয়াল ও ফেস ক্লিন-আপ করান তিনি। একইসঙ্গে প্রচুর পরিমাণে পানি পান করেন ও পর্যাপ্ত ঘুম দেন।
বার বার পানি পান করলে শরীরের মেটাবোলিজমের হার ঠিক থাকে। পাশাপাশি শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়। শরীর যত বেশি হাইড্রেট থাকবে ততই ত্বক হয়ে উঠবে স্বাস্থ্যকর।
দীপিকা জানান, শুটিং থেকে যত রাতেই বাড়ি ফিরুন না কেন, ঘুমাতে যাওয়ার আগে মেকআপ না তুলে তিনি শুয়ে পড়েন না। মেকআপ তোলার পাশাপাশি ত্বককে আর্দ্র রাখার জন্য দরকার ময়শ্চারাইজার।
রিলিজ হল রোমান্সে ভরপুর নতুন ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
অভিনেত্রী আরও বলেন, ঘুমাতে যাওয়ার আগে ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নাইট ক্রিম ব্যবহার করা প্রয়োজন। এই অভ্যাস যদি না করেন, তাহলে নিজের ত্বকের সঙ্গে অবিচার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।