ব্যস্ত হাইওয়েতে দারুন কায়দায় বাইক চালাচ্ছে কুকুর

বাইক-চালাচ্ছে-কুকুর

জুমবাংলা ডেস্ক : না জানি কত অবাক করার মতন ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পাব এই সোশ্যাল মিডিয়ারতে । সামাজিক ঘটনা থেকে শুরু করে রাজনৈতিক ঘটনা সবকিছুর মধ্যেই ভারসাম্য রেখে চলেছে প্রতিনিয়ত এই সোশ্যাল মিডিয়া। পাশাপাশি বর্তমান প্রজন্মের মানুষেরা কিন্তু অতিরিক্ত পরিমাণ নির্ভরশীল হয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ার উপর।

বাইক-চালাচ্ছে-কুকুর

এখন বাড়িতে বসে যেকোনো প্রান্তের ঘটনা জানা সম্ভব এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র যে খবরের শিরোনাম দখল করে মানুষরা তেমনটা কিন্তু নয় পাশাপাশি বিভিন্ন ধরনের পশু পাখি জীবজন্তুর জানোয়ার সকলের কিন্তু মাঝেমধ্যে দখল করা খবরের শিরোনাম।

তাদের অদ্ভুত কিছু কান্ড আমাদের কখনো ভাবিয়ে তোলে কখনো হাসি কখনো আবার আবেগপ্রবণ করে তোলে। সম্প্রতি প্রকাশিত হয়েছে সেটি অত্যন্ত ভাইরাল নেট মাধ্যমে । কারণ এ ধরনের ঘটনা সচরাচর দেখতে পাওয়া যায় না আপনি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এমনটা সত্যি যে গাড়ী চালাচ্ছে একটি পশু কুকুর তার পিছনে বসে রয়েছে তার দুই মালিক।

ভূমধ্যসাগরের নীলে ‘উষ্ণ’ ললিতের সুস্মিতা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বাইকের সামনের সিটে বসে আছে একটি কুকুর। পিছনে বসে আছে সেই কুকুরের মনিবরা। আর দুজকে নিয়েই ব‍্যস্ত রাস্তায় গাড়ি ছোটাচ্ছে কুকুরটি। বাইকের হ্যান্ডেল এর সামনে দুটি পা তুলে বাইক কন্ট্রোল করেছে ওই পোষা কুকুর, আর এই রকম কাণ্ড দেখে তাজ্জব নেটদুনিয়া। ভিডিওটি সামনে আসতেই কুকুরের এই কীর্তি দেখে মজা পেয়েছেন নেটনাগরিকরা।

যদিও অনেকেই এই ঘটনা বিরোধিতা করেছেন কারণ ব্যস্ততম হাইবে এ ধরনের ঘটনা ঘটানো উচিত নয় বলে মনে করেন অনেকে ভালো-খারাপ সব মিলিয়ে ভিডিওটি এই মুহূর্তে ব্যাপক মাত্রায় ভাইরাল।