জুমবাংলা ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব এম নসরুল্লাহ ছুটির দিনে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পরিদর্শন করেছেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন তিনি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে শেখ রাসেল হলের ডাইনিং, লাইব্রেরি পরিদর্শন করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী উপস্থিত ছিলেন।
জানা যায়, উপাচার্য শিক্ষার্থীদের সার্বিক খোঁজ-খবর নেন, হলের ডাইনিংয়ের খাবারের মান ঠিক আছে কিনা, লাইব্রেরিতে পর্যাপ্ত বই আছে কিনা, কোনো দাবি-দাওয়া আছে কিনা বা কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়েও জানতে চান তিনি। এসময় শিক্ষার্থীরা তাদের অনুভূতি ও প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় উপাচার্য শিক্ষার্থীদের দাবি-দাওয়া পূরণের আশ্বাস দেন।
শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থী অর্নব হাসান বলেন, আমাদের খুব ভালো লাগা কাজ করছে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের হল পরিদর্শন করেছেন। আমাদের দীর্ঘদিন ধরেই অনেক দাবি দাওয়া ছিল, হল প্রভোস্ট না থাকায় সেই দাবিগুলো আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছাতে পারিনি। উপাচার্যকে হলে দেখে সাধারণ ছাত্র হিসেবে আমরা উচ্ছ্বাসিত। আমাদের কিছু দাবি ভিসি স্যারের নিকট উত্থাপন করি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।