বেসুরো কণ্ঠে গান গেয়ে ট্রোলের শিকার কোয়েল মল্লিক, ভাইরাল ভিডিও

কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক : একটি স্টেজ শো-তে নিজেরই অভিনীত ছবি ‘পাগলু’র টাইটেল ট্র্যাক গাইতে দেখা হয় গিয়েছিল তাঁকে। ‘ভালো নায়িকা হলেই যে ভালো গায়িকা হতে পারবে তা কিন্তু একদমই নয়’, কোয়েলের গান শুনে কটাক্ষ নেটিজেনদের।

কোয়েল মল্লিক

বর্তমানে সেলিব্রিটিদের অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও পাওয়া যাচ্ছে তা কিন্তু মোটেও নয়। সময় সুযোগ পেলেই এখন অভিনেতা বলুন বা অভিনেত্রী, সব সেলিব্রিটিরাই নানারকম মাচার শোও করে থাকেন। তাতে সময়ও কাটে, রোজগারও হয় আবার ফ্যানেদের খুব কাছাকাছি পৌঁছনোও যায়। কিন্তু সুনাম অর্জন করতে গিয়ে যেন, দুর্নাম অর্জন করে ফেলেন সেলিব্রিটিরা নিজের অজান্তেই।

ধারাবাহিক বা সিনেমা সংলাপ তাঁদের মুখে লাইভ শুনে মন ধন্য করে মানুষ কিন্তু সেখানে যদি ভুলভাল গান গায় তাও কি মেনে নেওয়া সম্ভব! হ্যাঁ, এবার এই তালিকায় নাম জুড়লো টলি ডিভা কোয়েল মল্লিকের। সম্প্রতি তাঁরও এমন একটি মাচা শোয়ের ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওর শুরুতে সেখানকার দর্শকদের সঙ্গে আলাপচারিতা সারতে দেখা গেলেও, পরে তাঁর গান শুনে চিটপটাং হয়ে গেলেন সবাই।

Best performance of Koel Mallick 2018

তিনি মঞ্চে ধরলেন, তাঁরই অভিনীত ‘পাগলু’ ছবির টাইটেল ট্র্যাকটি। আর সেই সুর শুনেই একেবারে পাবলিকের কোমায় যাওয়ার জোগাড় হয়েছে, আসলে ভালো নায়িকা হলেই যে ভালো গায়িকা হতে পারবে তা কিন্তু একদমই নয়। কোয়েল ‘পাগলু’ গানটি একেবারে বেসুরো এবং জঘন্য ভাবে গাইলেন।

লজ্জিত মিয়া খলিফা

আর তাতেই চটলেন তাঁর ভক্তরা। কেউ কেউ বললেন, ‘গান শুনে কোমায় যাওয়া আমি’। আবার কেউ কেউ বললেন, ‘ভালো নায়িকা হলেই যে ভালো গায়িকা হতে পারবে তা কিন্তু একদমই নয়, কোয়েলদির থেকে আমি ভালো গাই।’ আবার কেউ বললেন, ‘সবাইকে দিয়ে গান হয় নে রে পাগলা, উনি ভালো অভিনেত্রী।’ তবে বেশিরভাগ মানুষই অভিনেত্রীর প্রশংসা করেছেন। এদিন কোয়েলকে একটি লালবর্ণের পোশাক, খোলা চুল এবং ন্যুড মেক-আপে দেখা গেল। সম্প্রতি এই ভিডিওটি Ashirbad Studio Official নামক একটি ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে। যাতে এখনো পর্যন্ত কয়েক হাজার পছন্দের সংখ্যা অতিক্রম করেছে।