বিনোদন ডেস্ক : কয়েক বছরের বিরতির পর শুরু হতে যাচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। আগামী ১৮ ফেব্রুয়ারি তারকাদের ক্রিকেট লিগের নবম আসর মাঠে গড়াবে। আর ব্যাট-বল হাতে মাঠে নামবেন ভারতীয় তারকারা।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এবারের আসরে আটটি দল অংশ নেবে। দলগুলো হলো— বেঙ্গল টাইগার্স, কর্নাটক বুলডোজারস, তেলেগু ওরিয়ারস, মুম্বাই হিরোজ, চেন্নাই রাইনোজ, কেরালা স্টাইকার্স, ভোজপুরি দাবাংস ও পাঞ্জাব ডি শের। সেরা চার দল সেমিফাইনাল খেলার আগে ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৯ মার্চ হায়দরাবাদে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
চলতি সিজনে কোন তারকা কোন দলের হয়ে মাঠে নামবেন, তা এখনো জানা যায়নি। তবে আট দলের আট অধিনায়কের নাম জানা গেছে। বাইশ গজে দলের নেতৃত্ব দেবেন রুপালি পর্দার জনপ্রিয় এই তারকারা।
ব্যারিস্টার সুমনের সঙ্গে কাজ শুরু করেছেন মডেল পিয়া জান্নাতুল
যেমন— বেঙ্গল টাইগার্সের নেতৃত্ব দেবেন যিশু সেনগুপ্ত, মুম্বাই হিরোজের রিতেশ দেশমুখ, ভোজপুরি দাবাংসের দায়িত্বে থাকবেন মনোজ তিওয়ারি, চেন্নাই রাইনোজের নেতৃত্বে রয়েছেন আর্য। কর্নাটক বুলডোজারসের দায়িত্বে রয়েছেন সুদীপ, কেরালা স্টাইকার্সের অধিনায়ক কানচাকো বোবান, পাঞ্জাব ডি শের নেতৃত্বে রয়েছেন সনু সোদ ও তেলেগু ওরিয়রের অধিনায়ক অখিল আক্কিনেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।