লাইফস্টাইল ডেস্ক : কয়েকটি জিনিস রয়েছে যা নিয়ে আমাদের ভাবিয়ে তোলে অথচ সেই সম্পর্কে আমরা অনেকেই জানিনা। প্রতিটি জিনিসেরই নামের সাথে কোন না কোন সম্পর্ক রয়েছে। এরোপ্লেনের কথা বললে বাতাসে উড়ে চলা প্লেনের কথা মনে আসে, সাবমেরিনের কথা বললে ডুবো জাহাজের কথা ভাবি। কিন্তু পায়ে পরা চপ্পলকে হাওয়াই চপ্পল বলে কেন?
এটা তো কখনোই সম্ভব নয় একজন ব্যক্তি চপ্পল পায়ে রাখার সাথে সাথেই হাওয়ায় উড়তে পারে। হ্যাঁ, এটা নিশ্চিত যে পায়ে পরার সাথে সাথে এটি হালকা ও বাতাস যুক্ত অনুভূত হয়। তবে কখনো ভেবেছেন যে চপ্পলকে হাওয়াই বলার পিছনে কোন কারণ রয়েছে। এই নামের উৎপত্তির ভিন্ন কারণ রয়েছে, তবে এর সাথে বাতাসের কোন সম্পর্ক নেই।
কিছু মিডিয়া রিপোর্ট এবং ইতিহাসবিদদের মতে হাওয়াই দ্বীপটির নামের সাথে এই চপ্পলের সম্পর্ক রয়েছে। সাত সমুদ্র দূরে আমেরিকায় একটি দ্বীপ রয়েছে যার নাম হাওয়াই। এখানে একটি বিশেষ ধরনের গাছ পাওয়া যায় যা টি নামে পরিচিত। গাছটির নাম টি হলেও এটি রবারের মতো কাপড় তৈরি করে। এই নমনীয় ফ্রাব্রিক থেকে স্লিপার তৈরি করা হয়। যেহেতু চপ্পলগুলি হাওয়াই দ্বীপে তৈরি হয় বলে একে হাওয়াই চপ্পল বলে।
আবারও কথিত রয়েছে, জাপানী শ্রমিকদের হাওয়াই দ্বীপেপুঞ্জে কাজ করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং তারা সবাই একইধরনের স্লিপার পরে সেখান থেকে ফিরে আসে আর সেই থেকেই হাওয়াই চপ্পলটির নামকরণ হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।