বাতাসে উড়লো জাহ্নবীর পোশাক, তুমুল ভাইরাল ভিডিও

Jhanvi Kapoor

বিনোদন ডেস্ক : শ্রীদেবী কন্যা জানভি কাপুর সোশ্যাল মিডিয়াতে সব সময় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। তার ড্রেসিং সেন্স হোক বা তার সিনেমা, জানভি কাপুর সব সময় সোশ্যাল মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে থাকেন। কিছুদিন আগে যেমন তাকে সারা আলী খানের সঙ্গে দেখা গিয়েছিল জিম করতে, তেমনি পার্টিতেও তিনি সমানভাবে সাবলীল।

Jhanvi Kapoor

মাঝেমধ্যেই তাকে আমরা দেখতে পাই নিজের বোন খুশি কাপুরের সঙ্গে বিভিন্ন জায়গায় পার্টি করতে। এছাড়াও তিনি একজন ফ্যামিলি পারসনও বটে। নিজের বাবা এবং পরিবারের সঙ্গে একটা লম্বা সময় কাটাতেও তাকে দেখা গিয়েছে এর আগে।

তবে শুধুমাত্র এখানেই তিনি ক্ষান্ত নন, সোশ্যাল মিডিয়াতেও তিনি সমানভাবে জনপ্রিয় এবং একইভাবে সক্রিয়। মাঝেমধ্যেই আমরা তাকে দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে নানান রকম ভিডিও আপলোড করতে। জানভি কাপুর নিজের প্রোফাইলে নানা রকমের ডান্স ভিডিও আপলোড করেন এবং ভক্তদের সঙ্গে তার যোগাযোগ বজায় রাখেন।

নিজের লুকস এবং নিজের স্টাইলিশ গেট আপের জন্য সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বলি দুনিয়াতেও তিনি সমানভাবে জনপ্রিয়। সোশ্যাল মিডিয়াতে এই অভিনেত্রীর বেশ কিছু ভিডিও হয়ে থাকে নানাভাবে ভাইরাল।

Jhanvi Kapoot Embarrassing moment

তবে সম্প্রতি একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হলো যেখানে আমরা দেখতে পাচ্ছি উপস মোমেন্ট এর শিকার হয়েছেন অভিনেত্রী জানভি কাপুর। আসলে তিনি ক্যামেরা থেকে দূরে যেতে চাইছেন এবং তিনি বারবার বলছেন তিনি অত্যন্ত নিদ্রাগ্রস্ত এবং তিনি এই মুহূর্তে কোন পোজ দিতে চাইছেন না।

মায়ের জন্মের তিন বছর আগে জন্ম সন্তানের!

আসলে কি তিনি তার পোশাক আশাকের জন্য সমস্যায় পড়েছিলেন এবং সেই কারণেই ফটোগ্রাফারদের থেকে দূরে যেতে চাইছেন, যদিও সেই ব্যাপারটা এখনো পর্যন্ত জাহ্নবী কাপুর পরিষ্কারভাবে বলেননি।