বিনোদন ডেস্ক : ভারতে অনলাইন বেটিং অ্যাপে প্রতারণার ঘটনায় একে একে নাম জড়াচ্ছে বলিউড তারকাদের। কয়েকদিন আগেই বলিউড তারকা রণবীর কাপুরকে তলব করে দেশটির আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্দকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ইডি)।
এবার এই বেটিং অ্যাপকাণ্ডে তলব করা হলো অভিনেত্রী কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খান ও শ্রদ্ধা কাপুরকে। এছাড়াও আরও কয়েকজনকে নজরে রেখেছে ইডি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, শ্রদ্ধা কাপুরকে তলব করেছে ইডির দপ্তর। জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নির্দেশ দেয়া হয়েছে তাকে। সূত্রের খবর, শুক্রবার অভিনেত্রী হাজিরা দেবেন। আয়ের উৎস কী, কীভাবে টাকা প্রদান করা হয়, এসব জানার জন্যই ডাকা হচ্ছে তাদের।
মানুষকে কফি খাওয়া শিখিয়েছিল ছাগল, আজও মুখে মুখে ঘোরে সে কাহিনি
তবে হাজিরা দেয়ার আগে অন্তত দুই সপ্তাহ সময় চেয়েছেন অভিনেত্রী। অন্যদিকে, কপিল শর্মা, হুমা কুরেশি ও হিনা খানকে রায়পুর দপ্তরে বিভিন্ন সময় হাজিরা দেয়ার নির্দেশ হয়েছির। কিন্তু তারা হাজিরা দিয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।