স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ৫৭৫ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ১৫৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে টাইগাররা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও উইকেট বিলিয়ে আসছেন ব্যাটাররা।
৪ উইকেট হারিয়ে ৪৩ রান সংগ্রহ করে চা-বিরতিতে গেছে বাংলাদেশ। ইনিংস হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। এখনো ৩৭৩ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানের মধ্যে তিন উইকেট হারায় বাংলাদেশ। সাদমান ইসলাম ১৬ বলে ৬, মাহমুদুল জয় ৩১ বলে ১১ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মুমিনুল হক।
এরপর জাকির হাসানকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত। তবে দলীয় ৪৩ রানে ২৬ বলে ৭ রান করে আউট হন জাকির। ১৭ বলে ১৩ রানে অপরাজিত আছেন শান্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।