স্মার্টফোনের ব্যাটারি ফুলে যাওয়া কেবল ডিভাইসের ক্ষতি করে না, এটি আগুন লাগা বা বিস্ফোরণের মতো মারাত্মক বিপদও ডেকে আনতে পারে। এর প্রধান কারণ হলো লিথিয়াম-আয়ন/পলিমার ব্যাটারির ভেতরে অতিরিক্ত চার্জিং বা ত্রুটিপূর্ণ চার্জারের কারণে গ্যাস তৈরি হওয়া। নিরাপদে থাকার জন্য দেরি না করে ফুলে যাওয়া ব্যাটারিটি অনুমোদিত সার্ভিস সেন্টার থেকে বদলে ফেলুন। তাই ব্যাটারি ফুলে গেলে অবহেলা না করে সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি।

কেন ব্যাটারি ফুলে যায়?
বর্তমানে বেশিরভাগ ফোনেই লিথিয়াম-আয়ন বা লিথিয়াম-পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়। ব্যাটারির ভেতরে থাকে পাতলা ধাতব ও প্লাস্টিকের স্তর, ইলেকট্রোলাইট জেল এবং অ্যালুমিনিয়াম ব্যাগে সিল করা গ্যাস-প্রতিরোধী আবরণ। রাসায়নিক বিক্রিয়ার ফলে জেল গ্যাসে পরিণত হলে ব্যাটারির ভেতরে চাপ তৈরি হয় এবং সেটি ফুলে ওঠে।
অতিরিক্ত চার্জিং, নিম্নমানের চার্জার ব্যবহার বা ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সরবরাহ এই ঝুঁকি বাড়ায়।
কেন বিপজ্জনক?
ব্যাটারি ফুলে গেলে ফোনের পেছনের অংশ চাপে উঠে আসে। এতে ফোনের কাঠামো নষ্ট হওয়ার পাশাপাশি আগুন লাগা বা বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়। অনেকেই বাড়িতে নিজে নিজে ব্যাটারিতে ফুটো করে গ্যাস বের করার চেষ্টা করেন, যা মারাত্মকভাবে বিপজ্জনক। এতে বিস্ফোরণের আশঙ্কা থেকে যায়।
নিরাপদে থাকার জন্য ৩টি সতর্কতা
১. ফুলে যাওয়া ব্যাটারি সঙ্গে সঙ্গে বদলান — দেরি না করে অনুমোদিত সার্ভিস সেন্টারে নতুন ব্যাটারি লাগান।
২. ওভার-চার্জিং এড়িয়ে চলুন — ফোন ১০০% চার্জ হওয়ার পর চার্জারে লাগিয়ে রাখা থেকে বিরত থাকুন।
৩. নিম্নমানের চার্জার ব্যবহার করবেন না — শুধুমাত্র ব্র্যান্ড অনুমোদিত বা ভালো মানের চার্জার ব্যবহার করুন।
Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরসহ বাজারে আসছে Poco F8 সিরিজ
ফোনের ব্যাটারি ফুলে যাওয়া অবহেলার বিষয় নয়। সামান্য অসাবধানতা বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। তাই ঝুঁকি এড়াতে সতর্কতা অবলম্বন করলেই নিরাপদ থাকা সম্ভব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।