জুমবাংলা ডেস্ক : তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা চলছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরেও। এই পরিবহন চালানোর জন্য সেখানে নিয়ন্ত্রিতভাবে দেয়া হয় আলাদা লাইসেন্স। এই পরিবহন উচ্ছেদে সেখানে নেই কোনো অভিযান।
কিন্তু সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা পর্যায়ে প্রায়ই এই পরিবহন বন্ধে অভিযান করে। ভেঙেচুড়ে জানিয়ে দেয়া হয় এটি নিষিদ্ধ পরিবহন।
ব্যাটারিচালিত যানবাহন বৈধ, না অবৈধ এই প্রশ্নে একেক মন্ত্রণালয় একেক অবস্থানে আছে দীর্ঘদিন ধরে। তবে শিগিগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বৈধতা নিয়ে আনুষ্ঠানিক নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
সম্প্রতি রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এদিকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হওয়ায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিদ্যুতচালিত পরিবহন সেবা বাড়ানো হবে।
দেশে ব্যাটারিচালিত তিন চাকার পরিবহনের দক্ষ ব্যবহারের জন্য ২০১৭ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে নির্দেশ দেয়া হয়। যার পরিপ্রেক্ষিতে একই বছর এনার্জি রেগুলেটরি কমিশন এই পরিবহনের জন্য আলাদা বিদ্যুতের দাম নির্ধারণ করে দেয়।
সম্পতি দুটি আলাদা অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা ব্যাটারিচালিত তিনচাকার বাহনের অনুমোদনের পক্ষে কথা বলেছেন এবং প্রধানমন্ত্রী শিগগিরই এর অুনমোদন দেবেন বলে জানান।
তবে অন্য ধীর গতির যানবাহনের মতো ব্যাটারিচালিত যানবাহনও মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞা থাকবে বলে জানান প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষ, শতাধিক বোমা বিস্ফোরণ, নিহত এক
তবে সংশ্লিষ্টরা বলছেন, ঢালাওভাবে নয়, এলাকাভিক্তিক চাহিদা নির্ধারণ করে লাইসেন্স দেয় উচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।