ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ৫ উইকেট হারিয়ে খাদের কিনারে টাইগাররা

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে গেছে বাংলাদেশ। জোহানেসবার্গের ওয়ান্ডার্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। তবে সিদ্ধান্তটা দ্রুতই ভুল প্রমাণ করে দেন দুই প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি এবং কাগিসো রাবাদা। উইকেটে আছে বাড়তি বাউন্স।

এই সুযোগে বল হাতে ঝড় তুলতে শুরু করেন এই দুজন। ফলে শুরু থেকেই বাংলাদেশ পড়ে বিপদে। দলীয় ৭ রানে লুঙ্গি এনগিডির বলে তামিম ইকবাল (১) আউট হয়ে যান।

গত ম্যাচে ঝড়ো ব্যাটিং করা সাকিব আজ পারেননি। ৬ বলে কোনো রান না করেই রাবাদার শিকার হন। ভরসা হয়ে ছিলেন লিটন দাস (১৫)। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা এই ওপেনার আজ রাবাদার বলে বাজে শটে উইকেট বিলিয়ে দেন। এরপর মুশফিকুর রহিম (১২) আর ইয়াসির আলী (২) দ্রুত আউট হয়ে গেলে মাত্র ৩৪ রানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ! এমন পরিস্থিতি থেকে হাল ধরার চেষ্টা করেন মাহমুদউল্লাহ এবং আফিফ। ২১ ওভারে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৬৬ রান।

দীর্ঘদিনের ভারতীয় প্রেমিকাকে বিয়ে করলেন ম্যাক্সওয়েল