পর্ব ০১: আন্ডাররেটেড হওয়া সত্ত্বেও দুর্দান্ত পিসি গেম

Battlefield Hardline সম্পুর্ণ ভিন্ন ধাচের

গেমিং ইন্ডাস্ট্রিতে নতুন নতুন Engine, API, Technology এর Implementation যেমন হচ্ছে, গ্রাফিক্স এর কোয়ালিটিতেও আসছে বিরাট পরিবর্তন। কিন্ত তারপরেও আজকালকার গেম গুলোর বেশিরভাগই গেমারদের কাছে একঘেয়ে, পুরনো। ৪ পর্বের এই সিরিজে তুলে ধরবো এমন কিছু গেমের কথা যেগুলো জনপ্রিয়তার দিক দিয়ে খুব বেশি উপরের দিকে নয়, বিশ্বব্যাপী আলোচিত নয় ,আজকালকার বেশিরভাগ গেমারই খেলেননি তবে আজকালকার একঘেয়ে গেমপ্লে স্টাইল এর পরিবর্তে ভিন্ন কিছুর স্বাদ দিতে পারে। কিংবা এই গেমগুলোর রিমাস্টার বা সিকুয়েল এর দাবী করলেও অযৌক্তিক হবে না, এমনই ইউনিক সেসব গেম। আজ থাকছে প্রথম পর্ব।

গেমের গেমপ্লে, গ্রাফিক্স, স্টোরি ইত্যাদি সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো, দেওয়া থাকবে ট্রেইলার এর লিংক। চেষ্টা থাকবে দ্রুত  বাকি ৩ পর্ব আপনাদের কাছে নিয়ে আসা। আশা করছি টিপিক্যাল অনলাইন ব্যাটেল রয়্যাল খেলতে খেলতে একঘেয়ে লেগে গেলে এই ভিন্নধর্মী গেমপ্লে ও স্টোরি বেসড গেমগুলো আপনার অবসাদ দূর করবে।

Battlefield Hardline সম্পুর্ণ ভিন্ন ধাচের

Battlefield Hardline (2015)

ব্যাটলফিল্ড বলতে আমরা সাধারণত সেনাবাহিনীর যুদ্ধ, আফগানিস্তান/ইরান, ইরাক বা আফগান সম্পর্কিত আমেরিকার বিভিন্ন যুদ্ধ বা বিশ্বযুদ্ধের প্লট গুলোকেই বুঝে থাকি।। সাধারণত ফ্রন্টলাইনের US সেনাবাহিনীদেরই Action এ দেখা যায়, থাকে ট্যাংক, যুদ্ধ বিমান ইত্যাদি। বেশ উত্তপ্ত যুদ্ধের ময়দানে বিভিন্ন মিশনে প্লেয়ারকে খেলতে হবে ,থাকবে টুকটাক emotions, twists and turns। এটাই মোটামুটি টিপিক্যাল ব্যটলফিল্ড।

তবে Battlefield Hardline সম্পুর্ণ ভিন্ন ধাচের একটি গেমের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল গেমারদের। ব্যটলফিল্ড ফ্যান হিসেবে এই ভিন্নতা অনেককে হতাশ করলেও গেম হিসেবে এটি ছিল অনন্য তা স্বীকার করাই লাগবে।

ব্যাটলফিল্ড হার্ডলাইন এর সবথেকে বড় চমক ছিল যে এই গেমে সেনাবাহিনীর বদলে ফিচার করা হয়েছিল পুলিশ দিয়ে। গেমটির স্টোরি ও প্রেজেন্টেশন ছিল সম্পুর্ণ টিভি সিরিজের আঙ্গিকে। টিভি সিরিজের এপিসোড এর মত এক একটি স্টেজ সাজানো হয়েছিল ও সেগুলোর Cutscene ও ছিল টিভি সিরিজ এর মতই।

আর গেমপ্লে , Physic ও Controls ও ছিল খুবই আকর্ষনীয়। যুদ্ধের ময়দানের পরিবর্তে US এর অলিতে গলিতে ডিটেক্টিভ আর Cops দের ড্রাগডিলারদের পেছনে লেগে থাকা। গোপন সংবাদের ভিত্তিতে ভিন্ন ভিন্ন পরিবেশ ও আবহাওয়ার এলাকায় হানা দেওয়া। Actions, Loud and open fighting এর পাশাপাশি stealthy approach এর মিশেল। কমব্যাট এর ক্ষেত্রে বাইনোকুলার এর ব্যবহার করে Enemy Tag, বিভিন্ন ধরনের Guns, Rifles ও Weapon Customization রয়েছে।

আরেকটি বিষয় ও অন্যরকম ছিল এই গেমে,সেটি হচ্ছে যেহেতু Cop হিসেবে খেলা লাগবে এই গেমে, এখানে Enemy কে পেছন থেকে চুপিসারে চার্জ করে Arrest করার সুযোগ রয়েছে। এটি সহ stealth kill, headshot, grenade kill ইত্যাদি বিভিন্ন combat approach এর মাধ্যমে পয়েন্ট নেওয়া যাবে, এছাড়া evidence সংগ্রহ ,অব্জেক্টিভ কমপ্লিট ও বিভিন্ন অন্যরকম এপ্রোচে Enemy বিট করার মাধ্যমে পয়েন্ট পাওয়া যাবে ও লেভেল আপ করা যাবে।

বিভিন্ন ওয়েপন, Skins, customization ও এগুলোর মাধ্যমেই আনলক হবে। সব মিলিয়ে খুবই অন্যরকম সুন্দর একটি এক্সপেরিয়েন্স দিতে সক্ষম এই গেমটি। গ্রাফিক্স ও যথেষ্ট সুন্দর, ২০১৫ সালের গেম হওয়ায় আজকাল যাদের Ryzen 3,Core i3 কিংবা GTX 1050 Ti বা rx 570 এর মত পুরাতন গ্রাফিক্স কার্ড ও রয়েছে, ৮ জিবি র‍্যামে অনায়াসে খেলতে পারবেন হাই সেটিংসেই। হার্ডওয়্যারের উপর ডিপেন্ড করে ম্যাক্সড আউট সেটিংসেও খেলতে পারেন যদি ভিজুয়াল কোয়ালিটি বেস্ট চান।

আমার মনে হয়েছে এই গেমটি অন্তত ব্যাটলফিল্ড সিরিজের মধ্যে না হলেও আলাদাভাবে যেন রিমাস্টার/সিকুয়েল যদি করা হয় ,অত্যন্ত ভালো হবে। এই ধরনের স্টোরি, গেমপ্লে এর গেম আজকাল নেই বললেই চলে, ভবিষ্যতে যদি EA এরকম কিছু নিয়ে আসে তা গেমারদের জন্য অসাধারণ হবে। যদিও এরকম কোনো News, Rumor এখন পর্যন্ত পাওয়া যায়নি।