আন্তর্জাতিক ডেস্ক : পেটে অসহ্য যন্ত্রণা! ব্যথায় কাতর কৃষক দ্বারস্থ হয়েছিলেন ডাক্তারের। পরীক্ষা করতেই দেখা গেল, তাঁর পায়ুপথে ঢুকে রয়েছে আস্ত লাউ! এমন ঘটনাই ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ছাতারপুর জেলা হাসপাতালে। তবে স্বস্তির বিষয়, অস্ত্রোপচার করে লাউটি বের করে আনা সম্ভব হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, খাজুরাহোর বাসিন্দা ওই কৃষক গত কয়েকদিন ধরেই অসহ্য পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। প্রায় অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা করে দেখা যায়, দেড় ফুট লম্বা লাউ ঢুকে গিয়েছে ওই কৃষকের পায়ুপথে।
এ ঘটনার পর গত ২১ জুলাই ২ ঘণ্টা ধরে জটিল এক অস্ত্রোপচার হয়। বের করে আনা হয় লাউটি।
চিকিৎসকরা জানিয়েছেন, এখন ভালো আছেন ওই কৃষক। কিন্তু তাঁর পায়ুপথে লাউ ঢুকল কী করে? তা অবশ্য এখনও জানা যায়নি। তবে আপাত ভাবে মনে করা হচ্ছে ওই কৃষক মানসিক অসুখে ভুগছেন। আর তার ফলেই তিনি কোনোভাবে লাউটি পায়ুপথে ঢুকিয়ে ফেলেন।
এদিকে ওই কৃষককে জিজ্ঞাসা করা হলে তিনি অবশ্য কিছুই পরিষ্কার করে বলতে পারেননি। সঠিক কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।