জুমবাংলা ডেস্ক : সরবরাহ কম থাকায় বাজারে বেড়েছে মাছের দাম। বাড়তি দাম হওয়ায় বাজারে ক্রেতা সংকট দেখা দিয়েছে। এদিকে মাছের দাম না কমায় মুখ কালো করে দোকান ছাড়ছেন ক্রেতারা। পণ্যের বাড়তি দামে খুশি নন বিক্রেতারাও।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দেড় থেকে ২ কেজি ওজনের কাতল ৩০০ থেকে ৩৫০ টাকা, ২ থেকে ৪ কেজি ওজনের কাতল ৪০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ৬০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার টাকা, বড় সাইজের বোয়াল ৭০০ টাকা, ছোট সাইজের বোয়াল ৫০০ টাকা, মৃগেল ২২০ থেকে ২৫০ টাকা, ৩ কেজি ওজনের দেশি রুই ৫৫০ টাকা, ছোট রুই ৩০০ থেকে ৩৫০ টাকা, গ্রাস কার্প ২৫০ থেকে ৩০০ টাকা, পাঙ্গাশ মাছ ১৮০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে কাইকা মাছের কেজি ৫০০ টাকা, আইড় ৭০০ থেকে ৮০০ টাকা, বাছ মাছ ৬০০ টাকা, পাবদা ৫০০ টাকা, ট্যাংরা ৬০০ টাকা, চিতল ৬০০ টাকা, কৈ ২৫০ থেকে ৩৫০ টাকা, দেশি শিং ১ হাজার টাকা, শোল ৫০০ টাকা, দেশি মাগুর ৬৫০ টাকা, চাষের শিং ৫০০ টাকা ও টাকি মাছ ৪৫০ টাকা করে বিক্রি হচ্ছে।
মাছ ব্যবসায়ী মোকলেস বলেন, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে মাছের বাজার কিছুটা চড়া রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিউ মার্কেটের পাইকারি বাজারের ১২ থেকে ১৫টি মাছের ট্রাক আসত। আজ এসেছে মাত্র ৫টি। সরবরাহ কম থাকায় দামটাও একটু বেশি।
আরেক মাছ ব্যবসায়ী সোহেল বলেন, বর্তমানে বাজারে মাছের সরবরাহ কমে গিয়েছে। আর সরবরাহ কম থাকায় বেড়েছে মাছের দাম। দাম বাড়ায় বাজারে কমেছে ক্রেতার সংখ্যা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।