বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এই আধুনিক জলের বোতল আপনার প্রতিদিন জল পানের পরিমাণের উপর নজর রাখতে সাহায্য করবে। বোতলটিকে Apple Health অ্যাপের সঙ্গে সিঙ্ক করা যেতে পারে। নতুন স্মার্ট ওয়াটার বটল লঞ্চ করল অ্যাপেল। নাম হাইড্রেট স্পার্ক।
এই জলের বোতল অ্যাপলের ওয়েবসাইট এবং রিটেল দোকানে প্রায় $৫৯.৯৫ (প্রায় ৪,৬০০ টাকা)-তে কিনতে পাওয়া যাবে। বর্তমানে যদিও এটি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারেই পাওয়া যাচ্ছে।
‘স্মার্ট’ ওয়াটার বোতল কেন? এই আধুনিক জলের বোতল আপনার প্রতিদিন জল পানের পরিমাণের উপর নজর রাখতে সাহায্য করবে। বোতলটিকে Apple Health অ্যাপের সঙ্গে সিঙ্ক করা যেতে পারে।
আইফোনের মতো, হাইড্রেটস্পার্কেরও দুটি ভেরিয়েন্ট। একটি হল, HidrateSpark Pro এবং HidrateSpark Pro STEEL।
সেটি ব্লুটুথ সংযোগের মাধ্যমে জল গ্রহণের নজর রাখে। সেই সঙ্গে অনেকক্ষণ জল না খেলে Apple Health অ্যাপে নোটিফিকেশন পাঠায়। HidrateSpark Pro কালো এবং সবুজ রঙের অপশনে মিলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।