বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গাড়ির বাজারে জনপ্রিয় নাম ভক্সওয়াগেন। সম্প্রতি এই কোম্পানির নতুন একটি গাড়ি বাজারে আসে। যার মডেল ভক্সওয়াগেন গলফ আর ৩৩৩। এই গাড়ি বাজারে আসার ৮ মিনিটের মধ্যেই স্টক আউট হয়ে যায়।
সম্প্রতি জার্মানিতে লঞ্চ হয় ভক্সওয়াগেন গলফ আরর ৩৩৩ মডেলের স্পেশাল এডিশন। এই গাড়ির ২০তম বর্ষপূর্তি উপলক্ষে এই গাড়ি হাজির করে প্রতিষ্ঠানটি। যা কিনতে কার্যত ঝাঁপিয়ে পরেছে জার্মানির মানুষ। ওই দেশের দারুণ জনপ্রিয় হ্যাচব্যাক গলফ। এমন চাহিদা দেখে গাড়ির সাধারণ দামের থেকে ৫০ শতাংশ বেশি রাখে নির্মাতা প্রতিষ্ঠান। কিন্তু তা সত্ত্বেও বিপুল পরিমাণে বিক্রি হয়েছে গাড়িটি।
carপ্রতিবেদন অনুযায়ী, ভক্সওয়াগেন গলফ আর ৩৩৩ মডেল বর্তমানে এই সিরিজের সবচেয়ে দামি গাড়ি। জার্মানিতে এই গাড়ি লঞ্চ হয় ৭৬ হাজার ৪১০ ইউরোতে।
ভক্সওয়াগনের মুখপাত্র স্টিফেন ভসউইঙ্কেল বলেন, এই চাহিদা গাড়ির প্রতি মানুষের ভালবাসা প্রতিফলিত করে। এই গাড়ি মানুষ কিনেছে কোনো তুলনা করে নয়। বরং আস্থা ও বিশ্বাসকে গুরুত্ব দিয়েছে তারা।
এই গাড়িতে রয়েছে ২ লিটার টার্বোচার্জ ইঞ্জিন। যা সর্বোচ্চ ৩২৮ হর্সপাওয়ার এবং ৪২০ এনএম টর্ক তৈরি করে। এই এডিশনে গাড়ির পারফরম্যান্স বৃদ্ধি করা হয়েছে।
মাত্র ৪.৬ সেকেন্ডে ০ থেকে ১০০ কি.মি. গতি তুলতে পারে এই গাড়িটি। সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৭০ কিলোমিটার। গাড়িতে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী এক্সহস্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান আর্কাপোভিকের তৈরি টাইটানিয়াম রিয়ার সাইলেন্সার।
গাড়িতে সুরক্ষার জন্য মজুত অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম, লেন কিপ অ্যাসিস্ট, অ্যাডাপটিভ ক্রূজ কন্ট্রোল, ম্যাট্রিক্স এলইডি হেডলাইট ইত্যাদি। এছাড়া রয়েছে টর্ক ভেকটরিং সিস্টেম, দু ধরনের ড্রাইভিং মোডে এই গাড়ি চালানো যাবে। এই গাড়ির ভক্সওয়াগেন গলফ সিরিজের সবচেয়ে শক্তিশালী গাড়ি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।