বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হুয়াওয়ের বহুল প্রতীক্ষিত ট্রাই-ফোল্ডিং ‘মেইট এক্সটি’- স্মার্টফোনটির ‘টিজার’ প্রকাশিত হয়েছে গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)। চীনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবো-তে হুয়াওয়ের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে প্রকাশিত টিজারটিতে ‘একটু দেখাবো, পুরোটা নয়’ পথেই হেঁটেছে চীনের এই টেক জায়ান্ট।
মেইট এক্সটি ফোনটির ৩৯ সেকেন্ডের এই টিজারটিতে বড় অংশ জুড়ে আছেন চীনের জনপ্রিয় অভিনেতা ও গায়ক অ্যান্ডি লউ। টিজারটির শুরুতে লউ-কে একটি সিনেমা আর্কাইভ রুমে পুরোনো সিনেমার রিল বের করে আনতে দেখা যায়। আবার টিজারটির শেষ দিকে লউ-কে সমুদ্র সৈকতে দেখা যায়, যেখানে একটি সিনেমা প্রজেক্টরে কাউন্টডাউনের মাধ্যমে শেষ হয় টিজারটি।
টিজারটিতে কয়েক সেকেন্ডের জন্য স্মার্টফোনটিকে ভাঁজ (ফোল্ড) করা অবস্থায়, আবার কয়েক সেকেন্ডের জন্য খোলা (আনফোল্ড) অবস্থায় দেখা যায়। তবে খোলা অবস্থায় ফোনটির অংশ বিশেষই দেখানো হয়েছে, পুরোটা নয়। আবার ভাঁজ করা অবস্থায় ফোনটির ব্যাক সাইড বা পেছনের অংশই দেখানো হয়েছে, সামনের অংশ নয়।
ফলে টিজার দেখে মেইট এক্সটি-র ডিজাইন অত্যন্ত আকর্ষণীয় এমনটা বলার সুযোগ নেই। ভাঁজ করা অবস্থায় হুয়াওয়ের এই ফোনটিকে স্ট্যান্ডার্ড ট্যাবলেটের মতোই মনে হয়েছে। যেহেতু এটি ট্রাই-ফোল্ড হ্যান্ডসেট তাই এর পুরুত্ব (থিকনেস) যথেষ্ট গুরুত্ব রাখে এখানে। বিশেষ করে ফোল্ড বা ভাঁজ করা অবস্থায় ফোনটি কতটা পুরু হবে তা বড় একটি প্রশ্ন- কেননা ব্যবহারকারীরা চাইবেন ফোনটি যাতে ভাঁজ করে পকেটে নিয়ে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা যায়।
টিজার দেখে অনুমান করা যাচ্ছে যে ফোনটি বেশ পাতলাই হবে তবে ট্রাই-ফোল্ডিং সেট হিসেবে সাধারণ স্মার্টফোনের তুলনায় একটু বেশি পুরুতো হবেই। এছাড়া খোলা অবস্থায় ফোনটির ডিসপ্লে সাইজ আড়াআড়িভাবে ১০ ইঞ্চি হতে পারে বলে শোনা যাচ্ছে, যদিও স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে এখনও কোনো অফিশিয়াল ঘোষণা আসেনি।
হুয়াওয়ের ট্রাই-ফোল্ডিং ‘মেইট এক্সটি’ স্মার্টফোনটির টিজার দেখতে এখানে ক্লিক করুন।
কবে বাজারে আসছে মেইট এক্সটি স্মার্টফোন
টিজারে দেখানো কাউন্টডাউন থেকেই বোঝা যাচ্ছে যে ফোনটি অচিরেই বাজারে আনতে যাচ্ছে হুয়াওয়ে। এই বিষয়টি নিয়েও- হয়তো ইচ্ছে করেই- আলো-আঁধারি খেলা খেলছে হুয়াওয়ে। গত ২ সেপ্টেম্বর নিজেদের অফিশিয়াল উইবো অ্যাকাউন্ট থেকে হুয়াওয়ের কনজ্যুমার ডিভাইস প্রধান ইউ ছেংদং জানিয়েছেন যে, আগামী ১০ সেপ্টেম্বর তাঁরা একটি ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে যেখানে হুয়াওয়ে তাঁদের সবচেয়ে আকর্ষণীয় ও উদ্ভাবনী পণ্যটি প্রকাশ করবে- যেটি বাজারের প্রচলিত ট্রেন্ডে পরিবর্তন নিয়ে আসবে।
হুয়াওয়ে স্পষ্ট করে না কিছু না বললেও ধারণা করা হচ্ছে তাঁরা মেইট এক্সটি ফোনটিই বাজারে আনবে এই ইভেন্টের মাধ্যমে। এখানে ১০ সেপ্টেম্বর তারিখটি আরও বেশি তাৎপর্যপূর্ণ কেননা তার ঠিক আগের দিন অর্থাৎ ৯ সেপ্টেম্বর অ্যাপলের বহুল আকাঙ্ক্ষিত আইফোন ১৬ বাজারে আসছে। বস্তুত অ্যাপলের ইভেন্ট শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে অনুষ্ঠিত হবে হুয়াওয়ের ইভেন্টি।
বিষয়টি কি নিছক কাকতালীয়? উত্তরটা না হয় আপনিই দিন।
তথ্যসূত্র: ম্যাশেবল, দ্য ভার্জ, উইবো
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।