বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর বাজারে আসতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত আইফোন ১৬ মডেল। আসন্ন এই স্মার্টফোনটিকে ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা। অ্যাপলপ্রেমীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ডিভাইসটির জন্য।
সোমবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১০ টায় অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে এক স্পেশাল ইভেন্টের মাধ্যমে নতুন এই মডেলটি উন্মুক্ত করা হবে।
ধারণা করা হচ্ছে, আইফোন ১৬ মডেলটিতে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কিত ফিচার যুক্ত করার বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। তিনটি মডেল ও নতুন একটি রঙে দেখা মিলবে আইফোন ১৬।
ডিজাইন বা নকশায় পরিবর্তন
আইফোন ১৬ সিরিজে বেশ কিছু বদল আনতে পারে অ্যাপল। আইফোন এক্স অথবা আইফোন ১২-এর মতো এই সিরিজেও ভার্টিক্যাল ক্যামেরা লে–আউট দেখা যেতে পারে। পাশাপাশি আইফোন ১৬ প্লাস মডেলে স্পেশিয়াল অডিও সাপোর্ট করবে। মিউট বাটনের জায়গায় নতুন অ্যাকশন বাটন থাকতে পারে।
ডিসপ্লে সাইজে পরিবর্তন
আইফোন ১৬ ডিসপ্লেতে স্যামসাংয়ের নতুন ডিসপ্লে উপাদান সেট ‘এম ১৪’ ব্যবহার করা হতে পারে। এটি বর্তমানে আইফোন প্রো মডেলে ব্যবহৃত এলটিপিও স্ক্রিনের চেয়ে আরও বিদ্যুৎ সাশ্রয়ী হবে।
আইফোন ১৬ এর স্ক্রিনের সম্ভাব্য আকার- আইফোন ১৬: ৬.১ ইঞ্চি, আইফোন ১৬ প্লাস: ৬.৭ ইঞ্চি, আইফোন ১৬ প্রো: ৬.৩ ইঞ্চি, আইফোন ১৬ প্রো ম্যাক্স: ৬.৯ ইঞ্চি।
ব্যাটারি
বলা হচ্ছে আইফোন ১৬ সিরিজের প্রতিটি মডেলের ব্যাটারির আকৃতি ছোট করা হতে পারে। ফলে ওজন ও ডিজাইনে কিছুটা হালকা ও আকর্ষণীয় অবয়ব দৃশ্যমান হবে। ব্যাটারি সক্ষমতার দিক দিয়ে আইফোন ১৬ মডেলের ব্যাটারি ৩৫৬১ মিলিঅ্যাম্পিয়ার, আইফোন ১৬ প্লাস মডেলের ব্যাটারি ৪০০৬ মিলিঅ্যাম্পিয়ার, আইফোন ১৬ প্রো মডেলের ব্যাটারি ৩৩৫৫ মিলিঅ্যাম্পিয়ার এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের ব্যাটারি ৪৬৭৬ মিলিঅ্যাম্পিয়ার হতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা
অন্যান্য মোবাইল কোম্পানির মতো অ্যাপল আইফোন ১৬ সিরিজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার যুক্ত করবে বলে জানা গেছে। সিরির সঙ্গেও এআই ফিচার যুক্ত করা হয়েছে। আইফোন ১৬ সিরিজে এআই দিয়ে ছবি ও ইমোজি তৈরির সুবিধাও থাকবে। জুন মাসে অনুষ্ঠিত অ্যাপলের ডেভেলপার সম্মেলনে ফিচারগুলো উন্মোচন করা হয়।
ক্যামেরা ফিচার
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার জানিয়েছে, ছবির মান আরও ভালো করতে নতুন কৌশল অবলম্বন করবে অ্যাপল। অ্যান্টি রিফলেক্টিভ বা প্রতিফলন প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করা হবে এর ক্যামেরায়। ফলে লেন্সে অনাকাঙ্ক্ষিত আলোর প্রতিফলন হবে না।
প্রসেসর
ম্যাকরিউমারে মতে, আইফোন ১৬ সিরিজের চারটি মডেলেই অ্যাপলের নতুন প্রজন্মের এ১৮ চিপ ব্যবহার করা হতে পারে। তবে প্রো মডেলগুলোয় এ১৮ বায়োনিক প্রো চিপ ও বেজ মডেলগুলো সাধারণ এ১৮ চিপ ব্যবহার করা হতে পারে।
এখন পর্যন্ত আইফোন ১৬ সম্পর্কিত যে তথ্যগুলো আসছে তার মধ্যে কিছু গুজব থাকতেই পারে। কিন্তু আইফোন ১৬ নতুন কোনো রঙে পাওয়া যাবে, এমন সম্ভাবনা প্রবল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।