বাজারে এলো নিও ৬ সিরিজে আইকিউওওর নতুন স্মার্টফোন

নিও ৬ সিরিজে আইকিউওওর

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নিও ৬ সিরিজে নতুন স্মার্টফোন উন্মুক্ত করেছে চীনের স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান আইকিউওও। চীনের বাজারে নিও ৬ এসই নামে এটি আনা হয়েছে। মূলত গত মাসে বাজারে আনা আইকিউওও নিও ৬-এর উন্নত ভার্সন এটি। অন্যান্য বৈশিষ্ট্য এক হলেও নতুন ডিভাইসে উন্নত প্রসেসর ব্যবহার করা হয়েছে। খবর গ্যাজেটসথ্রিসিক্সটি।

নিও ৬ সিরিজে আইকিউওওর

আইকিউওওর নতুন ডিভাইসটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও বায়োমেট্রিক ফিচার ব্যবহারে ফেস আনলক অপশন হয়েছে। ডুয়াল সিম ব্যবহারের সুবিধাযুক্ত নিও ৬ এসই স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১২ এবং কাস্টম স্কিন হিসেবে অরিজিন ওএস দেয়া হয়েছে। স্মার্টফোনটিতে ৬ দশমিক ৬২ ইঞ্চির ফুলএইচডি প্লাস ১০৮০X২৪০০ পিক্সেলের অ্যামোলেড ডিসপ্লে দেয়া হয়েছে। যার আসপেক্ট রেশিও ২০:৯ এবং সর্বোচ্চ রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

নিও ৬ এসই ডিভাইসে অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। মাল্টিটাস্কিং ও গেমিংয়ের জন্য এতে ১২ জিবি এলপিডিডিআরফাইভ র‌্যাম দেয়া হয়েছে। অন্যদিকে আইকিউওও নিও ৬ স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দেয়া হয়েছিল। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। প্রথমেই ৬৪ মেগাপিক্সেলের স্যামসাং আইএসওসেল প্লাস জিডব্লিউ১পি সেন্সরের ক্যামেরা রয়েছে। এরপর ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও আছে।

আইকিউওও নিও ৬ এসই স্মার্টফোনে ২৫৬ জিবি ইউএফএস ৩.১ ইন্টারনাল স্টোরেজ রয়েছে। কানেক্টিভিটির দিক থেকে এতে ফাইভজি, ফোরজি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভার্সন ৫.২, জিপিএস/এজিপিএস, এনএফসিম ও একটি ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। ব্যবহারকারীদের জন্য ডিভাইসে এক্সিলারোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, জায়রোস্কোপ, ম্যাগনেটোমিটার ও প্রক্সিমিটি সেন্সর রয়েছে।

৪ ছাত্রীর ধূমপানের ভিডিও তুমুল ভাইরাল

আগামী ১১ মে থেকে ইন্টাস্টেলার, অরেঞ্জ ও নিও রঙে চীনে স্মার্টফোনটি কেনা যাবে। এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১ হাজার ৯৯৯ ইউয়ান। ৮ জিবি র‌্যাম ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২ হাজার ২৯৯ ইউয়ান এবং ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২ হাজার ৪৯৯ ইউয়ান।